রাস্তা ঘাটে পথের বাকে
সুন্দর কোন কলমি শাকে
ফুলের মাঝে লুকিয়ে থাকে
বিষ ফোঁড়া কেউটা গুলো ।
জিম্মি করে সবুজ পাতা ।
সুন্দর সব সজীবতা , তারা
ধ্বংস করে ,
মলীন করে
বিলীন করে অনায়াসে ।
ভালোর পক্ষে
সত্যের পক্ষে
ছিল যতো পোকারা ,
তারাই শুধু পায় না ডর
তারা শুধু কয় লড় ।
লড়তে থাকে,
হারতে থাকে পোকারা
কেউটাগুলো শত
আর তারা শুধু সাত
জিততে থাকে কেউটাগুলো ।
কিন্তু এক দমকা হাওয়া
হঠাৎ করে আসলো ধেয়ে
ঝাকে ঝাকে বৃক্ষ বেয়ে
ক্ষুদ্র যে দলটি ছিল সাতে
লক্ষ কোটি ভীতুরা ফিরলো তাতে
ভয় পেয়ে সব কেউটাগুলো
পালিয়ে প্রাণ বঁচালো ।
কিন্তু তারা আসবে ফিরে
নতুন বেশে , তারা
ছিনিয়ে নেবে,
কেড়ে নেবে
তাই তো পোকারা সব প্রস্তুত থাকে
ভীতুরা সাহস রাখে
সাহসীরা পণ করে,
জিম্মি মোরা হব না
ভয়ের মাঝে বাচঁবো না ।