বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়। কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

তুমি সত্যের মতো,

তুমি সাধনার মতো,

পৃথিবীর প্রথম চিত্রলিপিতে -

সবচেয়ে প্রাচীন কোনও এক রহস্যময় নারীর প্রতিচ্ছবি !

সামনে পিছনে উপরে নিচে সমস্ত ধুসর,

সাদা আর কালোর মাঝে -

তুমি শুধু  সত্যের- আবছায়া।

দুর্বোদ্ধ চিত্রলিপিতে -

তুমি কোনও এক হরিদ্রা কনকের গুপ্তধন।

তোমার চিত্রলিপিতে -

তোমার অনেক আকাশ- অনেক মুক্তো /

আমি ব্যর্থ !

নিষ্প্রভ চোখে- চেয়ে আছি এখনও এই অবেলায়।