"দি ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০১৫" (The Daily Star ICT Award 2015) বিজয়ী হয়েছে বিডিজবস ডট কম (www.bdjobs.com)।
'ই-বিজনেস' ক্যাটাগরিতে এ অ্যাওয়ার্ড পেয়েছে দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবস ডট কম।
শীর্ষ ইংরেজি দৈনিক ডেইলি স্টার তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বেসিস (BASIS) এর সহযোগিতায় দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিডিজবস ডট কম কে এই অ্যাওয়ার্ড এ ভূষিত করে। সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী জনাব ফাহিম মাশরুর মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিতের হাত থেকে এ অ্যাওয়ার্ড গ্রহন করেন -
( ছবি এবং তথ্যটি Bdjobs.com Ltd. থেকে সংগ্রহকরা )