বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়। কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

আজরেকডিলে শপিং মানে সবসময় অানকমন চমক। ভিন্ন রকম শপিংয়ে অন্য রকম ছাড়! আর সেই ধারাবাহিকতায় বছরের দীর্ঘ মেয়াদী ক্যাশব্যাক অফার চলছে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন শপ আজকেরডিল ডটকমে। আজকের ডিল ক্যাশ ব্যাক অফারে মাস জুড়ে সব ধরনের পণ্যের উপর ২০% ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। শুধুমাত্র বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করলেই ২০% ক্যাশব্যাক পাওয়া যাবে। ক্যাশব্যাক পেতে আপনার বিকাশ একাউন্টটি 'সক্রিয়' থাকতে হবে। সব ধরনের পণ্যের উপরেই আপনারা এই ক্যাশব্যাক পাবেন।

মাসব্যাপী ক্যাশব্যাক:


আজকেরডিলের মাসব্যাপী ক্যাশব্যাক শুরু হয়েছে ২০ নভেম্বর ২০১৮ থেকে চলবে ২০ ডিসেম্বর ২০১৮ পর্যন্ত। যেকোনো আজকেরডিল কেনাকাটায় বিকাশ পেমেন্ট করলেই ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। পণ্য অর্ডার প্রক্রিয়ায় পেমেন্ট অপশনে গিয়ে অবশ্যই বিকাশ পেমেন্ট সিলেক্ট করতে হবে। বিকাশ পেমেন্ট সিলেক্ট করলেই ক্যাশ পেমেন্ট এর বিস্তারিত প্রসেস জানতে পারবেন। ক্যাশ পেমেন্ট হওয়ার পরপরই ফিরতি মেসেজে আপনাকে ২০% ক্যাশব্যাক প্রদান করা হবে।

ক্যাশব্যাক শর্ত:


ক) একজন ক্রেতা এই অফার চলাকালীন সময়ে আজকেরডিল থেকে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৫০০ টাকা ক্যাশব্যাক পাবে। যে নাম্বার থেকে বিকাশ করা হয়েছে ঐ নাম্বারে ক্যাশব্যাক পাবেন।

খ) একটি বিকাশ ওয়ালেট নম্বর এ সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে (আজকেরডিল সহ অন্যান্য বিকাশ মার্চেন্ট মিলিয়ে)।

গ) অফারটি শুধুমাত্র বিকাশ গ্রাহকরা ব্যক্তিগত একাউন্ট দিয়ে উপভোগ করতে পারবেন


ঘ) অফারটি পেতে নিজের বিকাশ একাউন্ট থেকে কেনাকাটার পেমেন্ট বিকাশ করুন।

ঙ) ক্যাশব্যাক শুধুমাত্র সফল ডেলিভারীর ক্ষেত্রে প্রযোজ্য (অগ্রিম মূল্য পরিশোধের ক্ষেত্রে মার্চেন্ট যদি অনিবার্য কারনবশত পণ্য ডেলিভারি করতে না পারে তবে, উক্ত অর্ডারের ক্ষেত্রে এই অফার চলাকালীন সময় পূর্বের প্রদত্ত ক্যাশব্যাক বাদ দিয়ে বাকি টাকা আপনাকে ফেরত দেয়া হবে)

চ) এছাড়াও গ্রাহকের পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে, ক্যাম্পেইন শেষ হবার পরে তা নিষ্পত্তি করা হবে।

বন্ধুরা, আজকেরডিলের লাখ লাখ পণ্যের উপর এই ক্যাশব্যঅক অফার চলছে। সুতরাং আপনার পছন্দমত পণ্য কেনার সুযোগ মিস করা একদম ঠিক হবে না। মনে রাখবেন, অনলাইন শপিং এর বেস্ট মাধ্যম মানেই আজকেরডিল ডট কম। ধামাকা অফারে আজকের ডিল থেকে শপিং করুন ঝড়ের গতিতে আর ডেলিভারী নিন তুফানের বেগে। আর মাথা নষ্ট করা আকর্ষণীয় আরও অফার পেতে চোখ রাখুন আজকের ডিলে।

বিকাশের ক্যাশব্যাক অফারে যেকোন পণ্য কিনতে এখানে ক্লিক করুন

*ক্যাশব্যাক* *আজকেরডিল* *স্মার্টশপিং* *স্পন্সরডকনটেন্ট* *অফার*