মেয়েদের ফ্যাশনে পরিধেয় অনুসঙ্গ গুলোর মধ্যে সালোয়ার কামিজ অন্যতম। প্রায় ২ যুগ ধরে হাল ফ্যাশনে রাজত্ব করছে সারোয়ার কামিজ। আধুনিক ফ্যাশনে কেউ শাড়ি, কেউ ফতুয়া, কেউবা আবার সালোয়ার কামিজেই নিজেকে সাজাতে বেশি পছন্দ করেন। তবে লং হোক কিংবা শর্ট, মেয়েদের ফ্যাশনে সালোয়ার-কামিজের আবেদন এতটুকু কমেনি। যেকোনো উৎসব-পার্বণে সব বয়সী মেয়েদের পছন্দের পোশাক সালোয়ার-কামিজ। ঝামেলাবিহীন স্বস্তির পোশাক হিসেবে সালোয়ার-কামিজ একমাত্র ভরসা। পছন্দের সালোয়ার কামিজ গুলো যারা সবচেয়ে কমদামে খুঁজছেন তারা ছবিগুলোতে ক্লিক করুন।
সালোয়ার কামিজ
কথায় বলে শাড়িতে সুন্দর নারী আর সালোয়ার কামিজে সতেজ ও মোহনীয় তরুণী। এজন্য সালোয়ার কামিজের চাহিদা কোন সময়ই কমে না। কয়েক বছর আগেও যে ধরনের সালোয়ার কামিজ চলত সেসব সালোয়ার কামিজ গুলোর কাটিং ও ঢঙে এখন অনেকটা বৈচিত্র্য এসেছে। কোয়ালিটি অনুযায়ী দামদর কমবেশি থাকলেও নাগালের বাইরে নয়। দেশীয় সালোয়ার কামিজের পাশাপাশি আমাদের মার্কেট গুলোতে বিদেশী সালোয়ার কামিজও বেশি বিক্রি হচ্ছে।
বর্তমানে সালোয়ার কামিজে প্রাধান্য পেয়েছে সুতি কাপড়। অফলাইন মার্কেটের চেয়ে অনলাইন মার্কেটপ্লেস গুলোতেই এখন কোয়ালিটিফুল রঙ বে রঙের সালোয়ার কামিজ পাওয়া যাচ্ছে। দেশের অনলাইন শপিংমল আজকেরডিল নতুন নতুন ডিজাইনের সালোয়ার কামিজের পসরা সাজিয়ে তুলেছে। নামিদামি বিদেশি ব্র্যান্ডের বাইরে দেশীয় ডিজাইনের সালোয়ার কামিজে সেজে উঠেছে আজকেরডিলের ওয়েবসাইট।
চল যেটাই থাকুক না কেন, ফ্যাশনে ভিন্নতা ও নতুনত্ব সবাই চাই। তাই লং, শর্ট সালোয়ার-কামিজের পাশাপাশি ফ্রক স্টাইলের সালোয়ার-কামিজের চাহিদাও বেশি। পছন্দ অনুযায়ী লং, শর্ট সবগুলোই চলছে। অনেকে আবার কামিজের সঙ্গে জুড়ে দিয়েছেন নানা ডিজাইনের কটি। রংচঙা এই কটিগুলো মানিয়েও যাচ্ছে বেশ।
গরমের এই সময়টাতে সালোয়ার কামিজের চাহিদা একটু বেশিই থাকে এজন্য স্টাইলিশ সালোয়ার কামিজ দেখলে সবাই কিনে রাখতে চায়। গরমের এই সময়ে পাতলা কটন সালোয়ার কামিজ বেশি চলছে। তবে স্টাইলিশ সালোয়ার কামিজের প্রতি তরুণীদের নজর বেশি। চাইলে এই সময়টাতে আপনি মোটা কাপড়ের সালোয়ার কামিজও বেছে নিতে পারেন।
দেশের বিভিন্ন ফ্যাশন হাউস গুলোতেই সালোয়ার-কামিজ কিনতে পারবেন। তাছাড়া আকর্ষনীয় ও বাহারি ডিজাইনের স্টাইলিশ ও গর্জিয়াস সালোয়ার কামিজ কিনতে চাইলে নির্ভর করতে পারেন দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল আজকের ডিলের উপর। আজকের ডিলে রয়েছে বাহারি সব সালোয়ার কামিজের সমাহার। নিজের জন্য অথবা প্রিয়জনকে উপহার হিসেবে দেয়ার জন্য এক্ষনি এই লিংকে ক্লিক করুন।