অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এমন মোবাইল ফোন ব্যবহারকারী এখন অনেক কমই পাওয়া যাবে। বিভিন্ন সুবিধাজনক ফিচারের জন্য অ্যান্ড্রয়েড ফোনগুলো সব বয়সের মানুষের কাছেই এখন অনেক গ্রহণ যোগ্যতা পেয়েছে।
অ্যান্ড্রয়েড ফোনের টিপসঃ
এমন কিছু সাধারণ টিপস আছে যেগুলো মানতে পারলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে কাস্টমাইজ করতে পারবেন এবং ফোনের পারফরম্যান্স ও অনেক বাড়াতে পারবেন।
০১। ফোনের সকল সফটওয়্যার নিয়মিত আপডেট রাখুন।
০২। যে সকল অ্যাপস আপনার লাগবে না, সেগুলো আনইন্সটল অথবা ডিজেবল করে দিন।
০৩। ফোনের হোমস্ক্রিনে যত অপ্রয়োজনীয় ওইজার্ট অথবা আইকন আছে সব রিমুভ করে হোমস্ক্রিন একদম ক্লিন করে রাখুন।
০৪। আপনার অ্যান্ড্রয়েড ফোনের এনিমেশন, লাইভ ওয়ালপেপার যতটা সম্ভব কমিয়ে ফেলুন। লাইভ ওয়ালপেপার এর বদলে আপনি ইমেজ ওয়ালপেপার ব্যবহার করতে পারেন।
০৫। ফোনের ইন বিল্ট স্টোরেজ স্পেস খালি রাখুন যতটা সম্ভব। ছবি, ভিডিও ইত্যাদি আপনার জিমেইল একাউন্টে রেখে ফোন থেকে রিমুভ করে দিন।
০৬। আপনার ফোন এর চার্জ সবসময় ৫০% থেকে ৯০% এর মধ্যে রাখুন। ৫০% এর নীচে চার্জ লেভেল চলে আসলে ফোনটি চার্জে দিন এবং ৯০% চার্জ হবার সাথে সাথে এটি চার্জার থেকে আনপ্লাগ করে ফেলুন। কখনো আপনার অ্যান্ড্রয়েড ফোনটি শতভাগ চার্জ করবেন না।
০৭। অনেক অ্যাপস আছে যেগুলোর লাইট ভার্সন এভেইলেভেল, যেমন, ফেসবুক, মেসেঞ্জার, ইমো ইত্যাদি ইনস্টল করলে আপনার ফোনের স্পেস যেমন কম লাগবে তেমনি ফোনের গতি ও কমবে না।
০৮। ফোনের ব্যাকগ্রাউন্ড টাস্ক গুলো সব প্রতিদিন কেটে দিবেন, অথবা রিমুভ করে দিবেন। এগুলো অযথাই আপনার ফোনের কাজ বাড়ায়।
০৯। ফোনের সিস্টেম মেমোরি প্রতিদিন দু তিনবার ক্লিন করবেন। এ জন্য আপনি অনেক অ্যাপস পাবেন, সুবিধামত উপায়ে ডাউনলোড করে নিবেন।
১০। মাঝে মধ্যে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত ডাটা ব্যক আপ রেখে ফোনটি রিসেট দিন।
প্রতিটি অ্যান্ড্রয়েড ফোন এক একটি মাল্টিটাস্কিং ডিভাইস। এই ফোনগুলি অনায়াসে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। অ্যান্ড্রয়েড ফোনের এসব দীর্ঘায়িত ব্যবহারের কারণে প্রায়ই এ ফোন গুলি কিছু সমস্যার মুখোমুখি হয়।
এন্ড্রয়েড ফোনের সমস্যা সমাধান সম্পর্কে বিস্তারিত জেনেছেন। আশা করি আজকের আর্টিকেল পড়ে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের অনেক সমস্যার সমাধান এখন থেকে নিজেই করতে পারবেন। আরো বিস্তারিত জানতে চাইলে আমার ব্লগ থেকে গুরে আসতে পারেন ভালো থাকবেন।