২,৮৭৮
পোস্ট
৫৭৪
ফলোয়ার
১,৭৫৯
ফলো করছো
“ চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে ”
০
বেশ! ৫
নতুন বছরে আপনি নিজেকে কিভাবে দেখতে চান?
প্রশ্নটি করেছে - আলোহীন ল্যাম্পপোস্ট
একটি বছর শেষ হলে আরেকটি নতুন বছরকে স্বাগত জানাতে ঠিক ইচ্ছে হয়না । মনে হয়, সদ্য গত হয়ে যাওয়া বছরটার সাথে সাথে জীবনের একটা অংশ অতীত হয়ে গেল । আমার উচ্ছল আমিত্বের কিছুটা অংশ বছরের শেষ সূর্যাস্তের সাথে অতীতে হারালো । যেখানে নতুন বছর মানেই আমি নিজে আরও পুরাতন, আরও বয়স্ক হয়ে যাওয়া । তবুও তোমাকে স্বাগতম ** হে নব-বর্ষ । ***
বেশ! ২
কোন ডাক্তার ভাই কি আছেন ? একটু হেল্প দরকার
বেশ! ০
সবটুকু সময় জুড়ে থাকো তুমি, তুমিহীনতায় নিঃস্ব হয় আমি। তোমারও কি এমন হয়? নাকি প্রত্যহ জীবনের ব্যস্ততার, ভীড়ে ভুলে যাও আমায়।
১
২
বেশ! ১
সংবিধিবদ্ধ সতর্কীকরণ, টাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর !!
*মানুষচেনা* প্রথমে আমি কখনোই কোন মানুষকে তাৎক্ষনিক ভাবে চেনার চেষ্টা করি না কারন সময় মানুষকে বদলে দেয় । তাই মানুষকে চিনতে হলে মনটাকে আগে চিনতে হবে বুঝতে হবে । মানুষচেনার বড় হাতিয়ার হচ্ছে নিজেকে আগে চেনা নিজের কাছে । আমি সেটাই করার চেষ্টা করছি করবো ।
আমি ছেলে তাই............... বিয়ের আগে মেয়ের বাড়িতে প্রমান দিতে হয় আমার মাইনে কতো
প্রতিদিন ব্যস্তময় দিনের শেষে সবথেকে আনন্দ দেয় কোন জিনিসটা?
উত্তর: প্রতিদিন ব্যস্তময় দিনের শেষে সবথেকে আনন্দ দেয় যখন আমি নীরাপদে বাসায় ফিরি এবং প্রিয়জনদের হাসিমুখ দেখি । এই হাসিমুখ সকল ক্লান্তি দূর করে দেয় । নীরাপদে ভালোভাবে পরিবারের কা ... বিস্তারিত>>
প্রতিদিন ব্যস্তময় দিনের শেষে সবথেকে আনন্দ দেয় যখন আমি নীরাপদে বাসায় ফিরি এবং প্রিয়জনদের হাসিমুখ দেখি । এই হাসিমুখ সকল ক্লান্তি দূর করে দেয় ।
নীরাপদে ভালোভাবে পরিবারের কা ... বিস্তারিত>>
( আরো ৯+ উত্তর আছে )
উত্তরটি দিয়েছে - আলোহীন ল্যাম্পপোস্ট
বন্ধু মানে কি? আপনাদের কার কাছে বন্ধুর সংজ্ঞা কি? কে এই সম্পর্কটাকে কি ভাবে দেখেন মানেন আর আশা করেন?
উত্তর: বন্ধু মানে... বন্ধু মানে খানিক ব্যথা, খনিক কষ্ট খনিকটা অভিমান. . . বন্ধু মানে মনের ভিতর কত যে আর্তনাদ ! বন্ধু মানে অস্থির তন, উড়ুউড়ু মন. . . বন্ধু মানে খানিক পর পর শুধু শুধুই ফো ... বিস্তারিত>>
বন্ধু মানে... বন্ধু মানে খানিক ব্যথা, খনিক কষ্ট খনিকটা অভিমান. . . বন্ধু মানে মনের ভিতর কত যে আর্তনাদ ! বন্ধু মানে অস্থির তন, উড়ুউড়ু মন. . . বন্ধু মানে খানিক পর পর শুধু শুধুই ফো ... বিস্তারিত>>
( আরো ৬+ উত্তর আছে )
কোরবানির পশু কেনার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে?
উত্তর: যেসব পশু দিয়ে কুরবানী দেয়া যাবে : গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি পশু কুরবানী দেয়া যাবে। তবে লক ... বিস্তারিত>>
যেসব পশু দিয়ে কুরবানী দেয়া যাবে : গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, উট ইত্যাদি পশু কুরবানী দেয়া যাবে। তবে লক ... বিস্তারিত>>
( আরো ৫+ উত্তর আছে )
কিছু হাসি ছুয়ে থাকে মন বড় ভালো লাগে স্বপ্নীল ক্ষন আমি তার অনুভবে ভেসে কোথায় যেন চলে যাই হয়তো ভালোবাসি তাই এই সুখের নেই উপমা নেই দাড়ি-কমা বুকের ভিতর সারাক্ষন ভালোবাসা করি জমা' ভাবনাতে বারবার তার পানে দু'হাত বাড়াই..... https://www.youtube.com/watch?v=cu-Te6ZRA0s
প্রিয়তমা, দোয়া করি পৃথিবীর সকল লম্পট চরিত্রহীন বদমাইশ ইতরদের চোখ যেন কখনো তোমার সুন্দর্যকে স্পর্শ না করতে পারে।
বেশ! ৪
" আব্বু তুমি কান্না করতেছো যে " শুধু একটা লাইন তার মাঝে কতো আবেগ ।।
বেশতো বিজ্ঞাপন