আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে
কোরিয়ার আকাশে মহড়া দিল পরমাণু অস্ত্রবাহী মার্কিন বোমারু বিমান!
উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার সফল বিস্ফোরণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে কোরিয় আকাশে৷ রবিবার আমেরিকা দক্ষিণ কোরিয়ার আকাশে পরমাণু অস্ত্রবহনে সক্ষম দূরপাল্লার একটি বি-৫২ বোমারু বিমান উড়ানোয় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়েছে৷উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে এই মহড়া দিল ওয়াশিংটন। মার্কিন বি-৫২ বোমারু বিমানটি দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি ঘাঁটির উপর দিয়ে খুব নীচু দিয়ে উড়ে যায়।
০
বেশতো বিজ্ঞাপন
জনপ্রিয় ট্রেন্ডিং স্পেশাল ঈদ পূজা
পাসওয়ার্ড ভুলে গেছেন?
অথবা,
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।
...বিস্তারিত