আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে
ব্রিটেনকে হুমকি দিয়ে ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করল আইএস
ব্রিটেনের গুরুত্বপূর্ণ সব জায়গায় হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করল আইএসআইএস। টার্গেটে রয়েছে বিগ বেন, টাওয়ার ব্রিজ। বাদ যায়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাড়ি ও হাউস অফ কমনসের স্পিকার জন বার্কোর বাড়িও। প্যারিসে হামলাকারীদেরকে দেখানো হয়েছে এই ভিডিওতে। ১৭ মিনিটের এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে 'Paris Has Collapsed'. ভিডিওতে যাদের হত্যাকারী হিসেবে দেখা যাচ্ছে তাদের মধ্যে রয়েছে বিলাল হাদফি। প্যারিস হামলার সময় যার মৃত্যু হয়েছে। তাকে বলতে শোনা যাচ্ছে, 'তোমরা আমাদের ঘর ভেঙে দিয়েছ। আমাদের বাবা, মা, ভাই-বোন, সন্তানকে হত্যা করেছ।' প্যারিস হামলায় থিয়েটার হলে বন্দুক নিয়ে যে হামলা চালিয়েছিল সেই আবু কিতল আল-ফারানসিও রয়েছে ভিডিওটিতে।-ইন্টারনেট
১
বেশতো বিজ্ঞাপন
জনপ্রিয় ট্রেন্ডিং স্পেশাল ঈদ পূজা
পাসওয়ার্ড ভুলে গেছেন?
অথবা,
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।
...বিস্তারিত