ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

প্যারিসের থেকেও বড় হামলা হবে ব্রিটেনে হুশিয়ারি দিল আইএস

প্যারিসের থেকেও ভয়াবহ হামলা হবে ব্রিটেনে। সংবাদপত্রের মাধ্যমে ব্রিটেনকে এমনই হুঁশিয়ারি দিল আইএস জঙ্গি গোষ্ঠী। জানা গেছে, সম্প্রতি ‘আল-নাবা’ নামে একটি আরবি সংবাদপত্রে ব্রিটেনকে হুমকি দিয়েছে আইএস। প্যারিসের ধাঁচেই ব্রিটেনে হামলা চালানো হবে বলে সংবাদপত্রে জানিয়েছে আইএস। এছাড়া হামলার ভয়াবহতার বর্ণনা প্রসঙ্গে বলেছে, এই হামলায় ব্রিটেনের “শিশুদের চুল সাদা হয়ে যাবে।’’ ইরাক এবং সিরিয়ায় বোমা নিক্ষেপের প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা বলেও ওই সংবাদপত্রে জানিয়েছে আইএস। ব্রিটেনকে আইএস কেবল সংবাদপত্রেই হুমকি দেয়নি, হামলার নৃশংসতা দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

*আইএস* *হামলা*

পাসওয়ার্ড ভুলে গেছেন?


অথবা,

এক্ষনি একাউন্ট তৈরী কর

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত