আন্তর্জাতিক খবর

@antorjatik

হাতের মুঠোয় পুরো বিশ্ব
business_center প্রফেশনাল তথ্য নেই
school এডুকেশনাল তথ্য নেই
location_on লোকেশন পাওয়া যায়নি
1360770500000  থেকে আমাদের সাথে আছে
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

তুরস্কে নৌকাডুবিতে ২৪ শরণার্থী মৃত্যু

তুরস্কে নৌকাডুবিতে মৃত্যু হল একদল শরণার্থীর। মৃতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। পশ্চিম তুরস্ক থেকে গ্রিক আইল্যান্ড লেসবোসের দিকে যাত্রা করেছিল শরণার্থী বোঝাই নৌকাটি। রওনা দিয়ে দুই মাইল এগনোর পর নৌকাটি ডুবে যায়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের হিসেব অনুযায়ী ২০১৬ তে ইতিমধ্যেই প্রায় ৪০০ শরণার্থীর মৃত্যু হয়েছে। বেশিরভাগই গ্রিসের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। সম্প্রতি সিরিয়ার যুদ্ধে বহু মানুষ তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছেন। ইউরোপে ঢোকার জন্য এটাই শরণার্থীদের কাছে সবথেকে সহজ রাস্তা।

*চটখবর*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে ঊঠল কাবুলিওয়ালের দেশ। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতের বিস্তীর্ণ অংশে এর প্রভাব পড়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের পরিমাপ ছিল ৪.৫। দেশের উত্তর প্রান্তের পার্বত্য এলাকায় ঘটে যাওয়া ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। ভূ-অভ্যন্তরে ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের অবস্থানগত কারণেই এই ভূমিকম্প ঘটেছে বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভে। এই কারণেই একাধিকবার আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য এলাকায় বারবার ভূমিকম্পের ঘটনা ঘটছে বলেও জানিয়েছে ওই সংস্থা।

*ভূমিকম্প* *চটখবর*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ছাড়ার হিড়িক

মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ছাড়ার হিড়িক পড়েছে৷ চলতি বছরেই প্রায় ২০০ জন মার্কিন নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ পরিসংখ্যান বলছে, গত বছর রেকর্ড সংখ্যক ব্যক্তি মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন৷ প্রায় সাড়ে চার হাজার মানুষ মার্কিন সেই দেশের নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছেন৷ ২০১৪ সালের তুলনায় গত বছর ২৫ শতাংশ বেশি মার্কিন নাগরিকত্ব ছাড়েছেন৷ ২০১৪ সালে কমপক্ষে সাড়ে তিন হাজার মানুষ মার্কিন মুলুক ছেড়েছে৷ ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালের এই সংখ্যা দাঁড়িয়েছে ৪২ শতাংশে৷ ২০১৩ সালে ১,১৩০ জন মার্কিন নাগরিকত্ব ছেড়েছিল বলে জানা গিয়েছে৷ মূলত, আমেরিকায় অর্থ-সম্পত্তি-গত বিষয়ে বাড়তি কড়াকড়ির জেরেই এই প্রত্যাখ্যান বলে জানা গিয়েছে৷ নাগরিকদের ওপর মার্কিন প্রশাসনের নজরদারি ও সম্পত্তি কর বৃদ্ধির জেরেই এই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ৷

*বিশ্বসংবাদ* *চটখবর*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

ধারাবাহিক মিসাইল হামলায় আইএসের রেডিও স্টেশন ধংস করলো মার্কিন বাহিনী

ড্রোন থেকে একের পর এক হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হল আফগানিস্তানের আইএসের একটি রেডিও স্টেশন। আফগানিস্তানের নানগারহার প্রদেশের প্রত্যন্ত আচিন জেলায় আইএসের গোপন রেডিও স্টেশন ‘খলিফার কণ্ঠস্বরে’ ড্রোন পাঠায় আমেরিকা। কার্যত স্টেশনটিকে টার্গেট করে গুড়িয়ে দেওয়া হয় ড্রোনের সাহায্যে। গত বছর আফগানিস্তানে ঘাঁটি গেড়ে কাজ শুরু করে আইএস। রেডিওর মাধ্যমে নয়া সদস্য বানাতে খালিফার কন্ঠসর নামে একটি রেডিও স্টেশন তৈরি করে জঙ্গিরা। অন্তত্য গোপনে ওই স্টেশনটির উপর হামলা চালায় আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনী।

*আইএস* *চটখবর*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

প্যারিসের থেকেও বড় হামলা হবে ব্রিটেনে হুশিয়ারি দিল আইএস

প্যারিসের থেকেও ভয়াবহ হামলা হবে ব্রিটেনে। সংবাদপত্রের মাধ্যমে ব্রিটেনকে এমনই হুঁশিয়ারি দিল আইএস জঙ্গি গোষ্ঠী। জানা গেছে, সম্প্রতি ‘আল-নাবা’ নামে একটি আরবি সংবাদপত্রে ব্রিটেনকে হুমকি দিয়েছে আইএস। প্যারিসের ধাঁচেই ব্রিটেনে হামলা চালানো হবে বলে সংবাদপত্রে জানিয়েছে আইএস। এছাড়া হামলার ভয়াবহতার বর্ণনা প্রসঙ্গে বলেছে, এই হামলায় ব্রিটেনের “শিশুদের চুল সাদা হয়ে যাবে।’’ ইরাক এবং সিরিয়ায় বোমা নিক্ষেপের প্রতিশোধ নিতেই এই হামলার পরিকল্পনা বলেও ওই সংবাদপত্রে জানিয়েছে আইএস। ব্রিটেনকে আইএস কেবল সংবাদপত্রেই হুমকি দেয়নি, হামলার নৃশংসতা দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

*আইএস* *হামলা*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলা নিহত ১৩

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় ১৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত কমপক্ষে ৩০ জন। নাইজেরিয়ার চিবক শহরে বুধবার হামলাটি ঘটে এবং এই শহরেরই ২০০ জন স্কুলছাত্রীকে বোকো হারাম অপহরণ করেছিল বলে পুলিশ জানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে উত্তর নাইজেরিয়ার চিবক শহরে পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। বাজারের সামনে বিস্ফোরণ ঘটায় প্রাণ যায় নিরীহ মানুষের। চিবকের পুলিশ আধিকারিক আআয়ুবা চিবক জানান, বোর্ণোর প্রাণকেন্দ্র হল চিবক শহর। আশপাশের গ্রাম থেকে ব্যবসায়ীরা এই শহরের বাজারে দোকান বসায়। সেই বাজারের কাছেই পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এদিনের বিস্ফোরণে তিনজন আত্মঘাতী বোমারু ব্যবহৃত হয়েছিল। তবে তৃতীয় বোমারুকে ধরা গিয়েছে বলে জানান আয়ুবা।

*বিশ্বসংবাদ* *বোমাহামলা*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

ব্রিটেনকে হুমকি দিয়ে ভয়ঙ্কর ভিডিও প্রকাশ করল আইএস

ব্রিটেনের গুরুত্বপূর্ণ সব জায়গায় হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করল আইএসআইএস। টার্গেটে রয়েছে বিগ বেন, টাওয়ার ব্রিজ। বাদ যায়নি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বাড়ি ও হাউস অফ কমনসের স্পিকার জন বার্কোর বাড়িও। প্যারিসে হামলাকারীদেরকে দেখানো হয়েছে এই ভিডিওতে। ১৭ মিনিটের এই ভিডিওটির নাম দেওয়া হয়েছে 'Paris Has Collapsed'. ভিডিওতে যাদের হত্যাকারী হিসেবে দেখা যাচ্ছে তাদের মধ্যে রয়েছে বিলাল হাদফি। প্যারিস হামলার সময় যার মৃত্যু হয়েছে। তাকে বলতে শোনা যাচ্ছে, 'তোমরা আমাদের ঘর ভেঙে দিয়েছ। আমাদের বাবা, মা, ভাই-বোন, সন্তানকে হত্যা করেছ।' প্যারিস হামলায় থিয়েটার হলে বন্দুক নিয়ে যে হামলা চালিয়েছিল সেই আবু কিতল আল-ফারানসিও রয়েছে ভিডিওটিতে।-ইন্টারনেট

*চটখবর* *আইএস*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

ইতিহাসে প্রথমবার পাকিস্তানের সঙ্গে যৌথ মহড়ায় রাশিয়া

রাশিয়ান পদাতিক বাহিনীর সঙ্গে প্রথমবারের জন্য সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তানী সেনা। রুশ পদাতিক বাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালাইউকোভ এই খবর জানিয়েছেন। চলতি বছরে এই মহড়া হতে চলছে। রুশ বাহিনী চলতি বছর সাতটি আন্তর্জাতিক সামরিক মহড়ায় অংশ নেবে। তারই অংশ হিসেবে পাক-রুশ সেনাদলের মহড়া হবে। জেনারেল ওলেগ জানিয়েছেন, বিদেশি অংশীদারদের সঙ্গে লেনদেন বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া, সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র যৌথ সন্ত্রাস বিরোধী মহড়াও অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।-ইন্টারনেট

*চটখবর*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র নিহত ২০

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত ওয়াশিংটন, নিউ ইয়র্কসহ একাধিক শহর। ঝড়ে দুই থেকে আড়াই ফুট তুষারের চাদরে ওয়াশিংটন চাপা পড়তে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। তুষারঝড়ে এখনও পর্যন্ত ২০জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে তুষারঝড়ের পাশাপাশি ব্রুকলিন ও কুইন্স শহরে হঠাত বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য ওই এলাকায় কয়েক হাজার মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে একদিকে তুষারঝড় অন্যদিকে বন্যায় বিপর্যস্ত ওয়াশিংটন।

*তুষারঝড়* *চটখবর*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

প্রথমবারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রা’দ নামের এই ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে ভূমিতে ও সমুদ্রে নিক্ষেপ করা যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি খুবই জটিল। শুধুমাত্র বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি রয়েছে। ইসলামাবাদ সেনাবাহিনীর তরফে এক বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার পরীক্ষা করা রা’দ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫০ কিলোমিটার এবং অত্যন্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করায় নিখুঁতভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। আরও জানানো হয়েছে যে, রা’দ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে পারে এবং শত্রুর রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম।

*চটখবর* *বিশ্বসংবাদ*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

ইরানের উপর থেকে অবরোধ প্রত্যাহার করলো আমেরিকা

পর পর দু’বার মার্কিন নাগরিকদের আটক করেও রাত না পোহাতেই মুক্তি দেওয়ায় সদিচ্ছার উপযুক্ত প্রতিদান পেল ইরান৷ পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের উপর আরোপ করা আন্তর্জাতিক অবরোধ অবশেষে প্রত্যাহার করে নেওয়া হল৷ গত বছর আমেরিকা সহ একাধিক বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি ইরান মেনে চলছে বলেই শনিবার নিশ্চিত করে রাষ্ট্রসংঘ৷ এরপরই শনিবার থেকে চুক্তিটির শর্ত কার্যকর হয়৷ চুক্তি অনুযায়ী, ইরানের উপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সহ যাবতীয় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে৷

*চটখবর* *বিশ্বসংবাদ*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

আমেরিকার তথ্য চুরি করে রোবট বানাল চীন!

আমেরিকার গোপন তথ্য হাতিয়ে নিয়ে চীন অত্যাধুনিক সামরিক রোবট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা ঘটনা প্রকাশ হবার পরপরেই তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন আধিকারিকরা। হাতিয়ে নেওয়া গোপন তথ্যের ভিত্তিতে চীন সামরিক এই রোবটগুলি সহ একগুচ্ছ আরও অত্যাধুনিক যন্ত্র তৈরি করছে। চীন-মার্কিন অর্থনৈতিক এবং নিরাপত্তা পর্যালোচনা কমিশন বেজিংয়ের সামরিক এবং শিল্প বিষয়ক রোবট সংক্রান্ত সক্ষমতা নিয়ে মতামত দেওয়ার জন্য বিশ্লেষকদের প্রতি আহ্বান জানিয়েছে। এই মতামত দ্রুত দেওয়ারও আবেদন জানানো হয়েছে। এই আহ্বানে বলা হয়েছে, চিন কোথা থেকে এই রোবটবিদ্যা অর্জন করেছে সে বিষয়ে তথ্য দেওয়ার কথা জানানো হয়েছে। এ ছাড়া, সামরিক ক্ষেত্রে রোবট ব্যবহারের ক্ষেত্রে কোন্‌ কোন্‌ ক্ষেত্রে এগিয়ে আসে তাও উল্লেখ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

*রোবট* *চটখবর*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

সামরিক পরিকাঠামো নিয়ে মুখোমুখি আমেরিকা-দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার ‘হাইড্রোজেন বোমা’ পরীক্ষার পরই সামরিক পরিকাঠামো নিয়ে নতুনভাবে আলোচনায় বসল দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা। হাইড্রোজেন বোমা পরীক্ষার পর আমেরিকা শক্তি প্রদর্শন করার জন্য উত্তর কোরিয়ার কাছ দিয়ে পরমাণু বোমা বহনে সক্ষম অত্যাধুনিক বোমারু বিমান উড়িয়ে বুঝিয়ে দিয়েছিল মিত্র দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে তারা সব ধরণের ব্যবস্থা নিতে প্রস্তুত। উল্লেখ্য, উত্তর কোরিয়ার ‘হাইড্রোজেন বোমার’ সফল পরীক্ষার পর থেকে বিভিন্ন দেশে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

*আন্তর্জাতিক*
ছবি

আন্তর্জাতিক খবর: ফটো পোস্ট করেছে

কোরিয়ার আকাশে মহড়া দিল পরমাণু অস্ত্রবাহী মার্কিন বোমারু বিমান!

উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার সফল বিস্ফোরণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে কোরিয় আকাশে৷ রবিবার আমেরিকা দক্ষিণ কোরিয়ার আকাশে পরমাণু অস্ত্রবহনে সক্ষম দূরপাল্লার একটি বি-৫২ বোমারু বিমান উড়ানোয় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়েছে৷উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে এই মহড়া দিল ওয়াশিংটন। মার্কিন বি-৫২ বোমারু বিমানটি দুই কোরিয়ার সীমান্তবর্তী একটি ঘাঁটির উপর দিয়ে খুব নীচু দিয়ে উড়ে যায়।

*চটখবর* *বিশ্বসংবাদ*

পাসওয়ার্ড ভুলে গেছেন?


অথবা,

আজকের
গড়
এযাবত
১৩০

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত