@kheladhula
ঢাকায় “ক্রীড়াঙ্গনে কর্মক্ষেত্র” শীর্ষক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন। খেলাধূলাকে যারা ভীষণভাবে ভালবাসেন, স্বপ্ন ছিল একদিন তারকা খেলোয়াড় হয়ে বিশ্ব মাতাবো কিন্তু পারেননি। ক্রিকেট, ফুটবল কিম্বা অন্য যেকোন ক্রীড়া ইভেন্ট আপনার মজ্জায়, ভীষণ ক্রীড়া পাগল মানুষ আপনি। শখ ছিল বা এখনো স্বপ্ন দেখেন, যদি খেলাধুলা সম্পর্কিত কোন কাজ খুঁজে পেতাম, তো মনের আনন্দে সর্বোচ্চটা নিংড়ে দিতাম সেখানে। এরকম ক্রীড়া মনস্ক মানুষদের জন্যে- ক্রীড়া সংশ্লিষ্ট কি কি পেশা আছে এবং সে পেশাগুলোতে ক্যারিয়ার গড়তে কিভাবে গড়ে তুলতে হবে নিজেকে, সে বিষয়ে সম্যক ধারণা দিতে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন “ক্রীড়াঙ্গনে কর্মক্ষেত্র” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে।
এছাড়া স্পোর্টস ম্যানেজমেন্ট, সাইন্স, এডুকেশন, ট্যুরিজম, মার্কেটিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, সাইকোলজী, নিউট্রিশন, মেডিসিন, সোশ্যাল নেটওয়ার্কিং, ফ্রিল্যান্সিং ইত্যাদি নানাবিধ বিষয়ে ধারণা বিনিময় হবে। এতে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ডাঃ অনুপম হোসেন। এছাড়াও ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব এই কর্মশালায় অংশগ্রহণকারীদের নানারকম পরামর্শ এবং ধারণা দিবেন।
রাজধানীর পান্থপথে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর সেমিনার হলে আগামী ২৩ মার্চ ২০১৮ দিনব্যাপী (৯-৫ টা) আয়োজিত এই কর্মশালায় উচ্চ মাধ্যমিক পাশ যেকোন পুরুষ/মহিলা ১৮ মার্চের মধ্যে বিকাশের মাধ্যমে (জামিল-০১৭১৪২৫৭০৭০ এবং পলাশ-০১৮১৯৮১৯৮১৭) ৬০০/- টাকা রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে এতে অংশগ্রহণ করতে পারবেন।
আগ্রহী পুরুষ/মহিলারা দ্রুত যোগাযোগ করে (সামসুল ইসলাম-০১৭১৬৪৫৫২৯৩) এবং বিকাশের মাধ্যমে ফি জমা দিয়ে আজই আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
স্পোর্টস এরিনায় ক্যারিয়ার গড়ার চিন্তা যারা করছেন তারা বেছে নিতে পারেন উপস্থাপনা, ধারাভাষ্য কিংবা ক্রীড়া সাংবাদিকতার যেকোন একটি। কারণ স্পোর্টস বর্তমান সময়ের সবচেয়ে ঝুঁকিমুক্ত ক্যারিয়ার সেক্টর। তাছাড়া এখন প্রায় সব ধরনের খেলাধুলাই কোন না কোন টিভি কিংবা রেডিওতে প্রচার হচ্ছে। খেলাধুলার জনপ্রিয়তা এবং এফএম রেডিওর সংখ্যা বেড়ে যাওয়ায় স্পোর্টস উপস্থাপনা, সাংবাদিকতা এবং ক্রীড়া ধারাভাষ্যকারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাই এখনি সুযোগ এই সেক্টরে নিজেকে মেলে ধরার।
আপনারা যারা ক্রীড়া ধারাভাষ্য ও উপস্থাপনায় ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য প্রশিক্ষণের দারুণ সুযোগ নিয়ে এসেছে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন। বাংলা ধারাভাষ্যের অন্যতম রূপকার বিশিষ্ট ক্রিড়া ধারাভাষ্যকার প্রয়াত খোদা বক্স মৃধার নামে প্রতিষ্ঠিতি এই ফাউন্ডেশনটির আয়োজনে তিন দিনব্যাপী ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি ২৫-২৭ মে/২০১৭ রাজধানী ঢাকার পান্থপথে ড্যাফোডিল আই.টি ভবনে অনুষ্ঠিত হবে।
যাদের কথাবলায় জড়তা আছে সুন্দর ভাবে গুছিয়ে কথা বলতে চান তারাও এই কোর্সটিতে অংশ গ্রহণ করতে পারবেন। কোর্সটির রেজিষ্ট্রেশন ফি ধরা হয়েছে ২৫০০/- টাকা। আগ্রহী ছেলে ও মেয়েরা কোর্সে অংশ গ্রহণের জন্য নিবন্ধন করতে ০১৮৭৬৮৮৬৭৭৯ মোবাইল নম্বরটিতে দ্রুত যোগাযোগ করুন।
উল্লেখ্য, দেশের বরেণ্য ধারাভাষ্যকার এবং ক্রীড়া সাংবাদিকরা ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন। পুরো কোর্সটি পরিচালনা করবেন টেলিভিশন ও বেতারের জাতীয় ধারাভাষ্যকার জনাব মোঃ সামসুল ইসলাম ।
লাখো লাখো দর্শক শ্রোতাকে হতাশার সাগরে ভাসিয়ে ৭ বছর আগে ঠিক এই দিনটিতে অজানা পথে পাড়ি জমিয়েছিলেন বাংলা ধারাভাষ্যের অন্যতম রূপকার বিশিষ্ট ক্রিড়া ধারাভাষ্যকার খোদা বক্স মৃধা। যেকজন গুণী ধারাভাষ্যকারদের হাত ধরে বাংলা ধারাভাষ্য প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছে তাদের মধ্যে মরহুম খোদা বক্স মৃধা অন্যতম। সাবলীল উচ্চারণ আর সুমিষ্ট কণ্ঠের জাদু ছড়িয়ে বাংলা ধারাভাষ্যেকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন খোদা বক্স মৃধা। মরহুম আব্দুল হামিদ, মুহাম্মদ মুসা , মুঞ্জুর হাসান মিন্টু ও খোদা বক্স মৃধার মত প্রতিষ্ঠিত ক্রিড়া ব্যক্তিত্বদের অনুপ্রবেশ বাংলা ধারাভাষ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে।
আজ ৩০ মার্চ জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার ও রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর খোদা বক্স মৃধার ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তাঁর পরিবার, খোদা বক্স মৃধা ফ্যান ক্লাব এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানারকম কর্মসূচী গ্রহণ করেছে। তার আত্মার শন্তি কামনা করে বৃহস্পতিবার বাদ আসর রাজশাহীর বাসভবনে মৃধার পরিবারের পক্ষ থেকে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মৃধা ১৯৪৫ সালের ২২ জানুয়ারী রাজশাহীর হেতেমখাঁতে জন্ম গ্রহণ করেন।
১৯৭০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত প্রায় ৪০ বছরব্যাপী বেতার ও টেলিভিশনে ক্রীড়া ধারাভাষ্য দিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বেতারের প্রথম শ্রেনীর সংবাদ পাঠক ও সংগীত শিল্পিও ছিলেন তিনি। প্রথম শ্রেনীর ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর ব্যপক সুনাম ছিল। বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সভাপতি ছিলেন খোদা বক্স মৃধা। তাঁর প্রতি শ্রদ্ধা রেখে এই দিনটি স্মরণ করবে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরাম। ২০১০ সালের ৩০ মার্চ দেশের খ্যাতনামা ধারাভাষ্যকার খোদা বক্স মৃধা ইন্তেকাল করেন ।
বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার নূর আহমেদের তৃতীয় প্রয়ান দিবস আজ (১৩/০১/১৯৩৫ – ২৯/০১/২০১৪)। ১৯৩৫ সালের ১৩ জানুয়ারী তাঁর জন্ম হয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়। পিতা মোরশেদ আলী এবং মাতা হামিদা খাতুন। উত্তর চব্বিশ পরগনার কাজীপাড়া হযরত একদিল শাহ উচ্চ বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবন এবং খেলোয়াড়ি জীবনের শুরু। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে স্নাতক পাশ করেন। ১৯৬৪ সালে ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ শাহজাহান সাহেবের অনুপ্রেরণায় ক্রীড়া ধারাভাষ্যে আসেন। তিনি ঐতিহ্যবাহী কোলকাতা মোহামেডানের সাবেক ফুটবলার ছিলেন। ষাটের দশকে ঢাকার ফুটবলেও তিনি নিয়মিত অংশগ্রহণ করতেন। এছাড়া তিনি ছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় ও কোচ। পেশাজীবনে তিনি সাধারণ বীমা কর্পোরেশনের ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন। নূর আহমেদ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস ফোরামের আজীবন সদস্য ছিলেন। উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পি মান্নাদের ঘনিষ্ট বন্ধু ছিলেন তিনি। মান্নাদের বিখ্যাত গান ‘‘কফি হাউস” এর মঈদুল চরিত্রটি ক্রীড়া ভাষ্যকার নূর আহমেদকে নিয়েই রচিত হয়েছিল।
বাংলাদেশে স্পোর্টস কমেন্টেটরস ফোরামের সভাপতি আলফাজ উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামিম আশরাফ চৌধুরী, সহ-সভাপতি ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান, সিনিয়র সদস্য নিখিল রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ সামসুল ইসলাম, সদস্য পলাশ খাঁন, কাজল সরকার, জামিলুর রহমান, জাহিদুল ইসলাম বোরহান, এস.এম আবদুস শাকুর, মোঃ কামরুজ্জামান, মোঃ মাহফুজুল আলম সহ ফোরামের সকল সদস্যবৃন্দ নূর আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
নিউজ সোর্স:
মো. সামসুল ইসলাম
ক্রীড়া ধারাভাষ্যকার বাংলাদেশ বেতার ও টেলিভিশন
বাংলাদেশ বেতার এবং টেলিভিশন এর জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার মোহাম্মদ মুসার চতুর্থ প্রয়াণ দিবস আজ। ২০১৩ সালে ১৭ জানুয়ারি তিনি পরলোক গমন করেন। জন্ম ১৯৪৮ সালের ১ নভেম্বর পশ্চিমবংগের বারাসাতে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সকলের প্রিয় মুসা ভাই তাঁর নম্রতা, ভদ্রতা আর বিনয়ের জন্য অধিক পরিচিত ও জনপ্রিয় ছিলেন। অজাতশত্রু্ এই মানুষটি খুব সহজেই সবার সাথে মিশে যেতেন বন্ধুর মতো।
পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বারাসাতে জন্মগ্রহণকারী মুসার বাবা মোঃ মোসলেম আলী এবং মাতা মহিদুননেসা খাতুন। মতিঝিল সেন্ট্রাল গভঃ বয়েজ হাই স্কুলেই তাঁর শিক্ষাজীবন শুরু। জগন্নাথ কলেজ থেকে আইএসসি এবং বিএসসি পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা এবং এম.এ পাশ করেন। ছাত্র জীবন থেকেই খেলোয়াড় হিসেবে ক্রিকেট, ফুটবল, হকি এবং এ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করেতেন।ছাত্রজীবনে সাংবাদিকতা পেশার সাথেও যুক্ত হন।
মোহাম্মদ মূসা বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আজীবন সম্মাননা পাওয়া একজন সদস্য। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি ১৯৭৭ সালে বেতারে এবং ১৯৮২ সালে টেলিভিশনে তিনি ক্রীড়া ভাষ্যকার হিসেবে কাজ করা শুরু করেন। মৃত্যুর আগ পযর্ন্ত প্রায় ৩৫ বছরব্যাপী তিনি ক্রীড়া ভাষ্যকার হিসেবে কাজ করেছেন। ফুটবল, ক্রিকেট এবং হকিসহ যেকোন ইভেন্টেই ভাষ্যকার হিসেবে তিনি ছিলেন খুবই সাবলীল। সংশ্লিষ্ট খেলা সমন্ধে প্রচুর হোমওয়ার্ক, পরিসংখ্যান সংগ্রহ এবং উপস্থাপনে তিনি ছিলেন অনন্য। বিভিন্ন বিখ্যাত মনিষীদের উক্তি, নানা রকম উপমা-উদাহরণ, স্মৃতি রোমন্থন করতেন তাঁর ধারাভাষ্যে, যা তাঁকে খুব সহজেই অন্যদের চেয়ে আলাদা করে চেনাতো শ্রোতা-দর্শকদের কাছে।
তিনি লড়াই এবং গুগলি নামে দুটি সাইন্স ফিকশন উপন্যাস লিখেছেন।
ঢাকার মাঠের অনেক কালজয়ী খেলার বর্ণনা তিনি বেতারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন ইথারে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমরা তাঁকে গভীর শ্রদ্ধা এবং ভালবাসায় স্মরণ করছি। তার প্রয়ান দিবসে আমরা ক্রীড়া ভাষ্যকারদের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি।
নিউজ সহযোগিতা:
মো. সামসুল ইসলাম, ক্রীড়া ধারাভাষ্যকার।
সীমিত ওভারের প্রীতি ম্যাচ খেলতে আজ সকালে ঢাকা ছেড়েছেন পাপনবাহিনী। তবে এ দলে নেই মাশরাফি, সাকিব ও তামিমদের মত খেলোয়াড়। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের আমন্ত্রণে এবার ২২ গজে লড়াই হবে দুই দেশের সংসদ সদস্যরা। আগামী ২০ মে ব্যাংক অব ইংল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিপক্ষে বাংলাদেশি সংসদদের প্রীতি ম্যাচটি হবে ৩০ ওভারের। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
ম্যাচের আগের দিন ব্রিটিশ অল পার্লামেন্ট গ্রুপের আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেবেন দুই দেশের সাংসদরা। ম্যাচের পরদিন লর্ডসে মিডলসেক্স বনাম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি ম্যাচ দেখার কথা রয়েছে পাপনবাহিনীর। সেখানে লাঞ্চের আমন্ত্রণও রয়েছে। এর আগে মিরপুর একাডেমি মাঠে রীতিমতো অনুশীলন করছেন বাংলাদেশের সাংসদরা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলন করার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন তারা।
বাংলাদেশ দলে রয়েছেনঃ
নাজমুল হাসান পাপন (অধিনায়ক), চিফ হুইপ আ.স.ম ফিরোজ, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, নাঈমুর রহমান দুর্জয়, ফাহিম গোলন্দাজ বাবেল, নাইম রাজ্জাক, নুরুন্নবী চৌধুরী শাওন, মাহফুজুর রহমান মিতা, কাজী আব্দুল ওয়াদুদ দারা, আনোয়ারুল আবেদিন তুহিন, ডিউক চৌধুরী এবং ফরহাদ হোসেন দোদুল,শফিকুল ইসলাম শিমুল।
টস হেরে ব্যাট করছে বাংলাদেশ
হুররে আমরা জিতছি
অস্ট্রেলিয়ার পরিবর্তে বিশ্বকাপে খেলবে আয়ারল্যান্ড!
ফাইনালে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি প্রমিলা টাইগাররা
টস হেরে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
টস জিতে ব্যাট করছে চিটাগাং ভাইকিংস
আজ থেকে বিপিএলের ২য় পর্বের খেলা শুরু
ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট জিতলো অস্ট্রেলিয়া
এবারের বিপিএলে ব্যাটিংয়ে শীর্ষস্থান তামিমের বোলিংয়ে সাকিবের
ধীর গতিতে ঘুরছে রংপুর রাইডার্সের স্কোরবোর্ড
টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স
অথবা,
বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।