বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।
( ২,৪২২ বার দেখা হয়েছে)
মন্টি মনি আড্ডা দিতে ভালোবাসি, ভালোবাসি প্রিয় মানুষটির হাত ধরে ঘুরতে | আর ভিষণ কষ্ট পাই কেও অবহেলা করলে....
মহাগুরু
স্বপ্নবাজ সৌরভ একটি দিনের একটি বিকেল একটি ছাদের একটি কোণে, একটি কিশোর আকাশটাকে মাখছে গায়ে মাখছে মনে ।
মহাগুরু
উপকরণ
- গরু খাসির মাংস আধা কেজি
পেঁয়াজ ৪/৫ টি
- কাঁচা মরিচ ৩/৪ টি
- পেঁপে বাঁটা ২ টেবিল চামচ
- পাউরুটি ৪/৫ পিস
- ডিম ৪/৫ টি
- টোস্ট বিস্কুটের গুঁড়া- লবণ পরিমাণমত
- কাবাব মশলা ১ টেবিল চামচ
- ধনেপাতা
পদ্ধতি :
- প্রথমে পাউরুটির স্লাইসগুলো পানি ভিজিয়ে চিপে রেখে দিন।
- এরপর মাংসের কিমা, পেঁপে বাঁটা, কাঁচামরিচ কুঁচি, পাউরুটির চিপে নেয়া স্লাইস, পেঁয়াজ কুঁচি, কাবাব মশলা, ধনেপাতা ও ২ টি ডিম একত্রে মিশিয়ে ১ ঘণ্টা রেখে দিন।
- এরপর লবণ ও বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে কাবাবের আকার তৈরি করুন।
- এবার আর বিস্কুটের গুঁড়ো জড়িয়ে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিন।
- এবার অন্য পাত্রে ২/৩ টি ডিম ফেটিয়ে নিন।
- ডিমে কাবাব ডুবিয়ে গরম তেলে ভাজুন।
- লাল হয়ে আসলে নামিয়ে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন।
সূত্র : ইন্টারনেট (সংকলিত)