Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

মনুষ্য  চুপচাপ

পন্ডিত

আমার রক্তের গ্রুপ নিয়ে আমি এখনও শিওর না.. :/ ২ বার টেস্ট করিয়েছিলাম, প্রথম বার ছিল A+... পরের বার যখন আবার করাই তখন আবার দেখলাম O+... এদিকে আমার মায়ের ব্লাড গ্রুপ A+ আর বাবারটা O+... তাই এখনো বুঝতে পারছি না আমার আসল গ্রুপ কি.. :'( আরেকবার টেস্ট করিয়ে দেখতে হবে... আর এখনও কাউকে রক্ত দেয়া হয়নি.. :( তবে প্রয়োজনের সময় রক্ত দিতে আমি তৈরী.. :) ভবিষ্যতে কাউকে রক্ত দিয়ে তার জীবন বাচাতে পারলে নিজেকে ধন্য মনে করব..

A1-Mamu9 রাসেল  ( অ'যুক্ত মানুষ ) তবে অমানুষ নই I

মহাগুরু

B + , আমি এখন পর্যন্ত ৭ বার রক্ত দিয়াছি I

রোদেলা বসন্ত  এটা জীবন, খেলাঘর নয়...

মহাগুরু

আমার রক্তের গ্রুপA+.আমি চাঁর মাস অন্তর অন্তরই রক্ত দেই।আমি বাধন+কোয়ান্টাম+মিটফোট হাসপাতালের ব্যাড ডোনার।ব্যক্তিগত কন্টাক করলেও সম্ভব হলে দেই

মাসুম  বিজ্ঞাপনের যুগে একবাক্যে নিজেকে প্রকাশ করা অসম্ভব!!

মহাগুরু

আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। লোকে বলে এটা নাকি গরুর রক্ত(?) খুবই সহজলভ্য নাকি। হ্যা আমি একবারই জীবণে রক্ত দিয়েছি তাও আমার আব্বাকে। অপারেশন করার পর দিয়েছিলাম। তারপর কেউ আর চায়নি। চাইলে দিতে রাজি আছি। ধন্যবাদ শামিম ভাই।

রুপন্তি  আমি হারতে চাই না হয়তো তাই বারে বারে পরাজিত । আর অল্পতেই বিশ্বাস করতে মন চায় - “ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর ”

পন্ডিত

আমার রক্তের গ্রুপ "বি পজিটিভ" ...অন্যকে রক্ত দিয়ে কি বাচাবো...আমি নিজেই তো রক্ত শূণ্যতায় ভুগছি :(

যাযাবর পথিক হিমাদ্রী  মানুষ ও মানবতা ( Human & Humanity).

মহাগুরু

আমার রক্তের গ্রুপ ও পজেতিভ। এখনও কেউ কে রক্ত দেওয়ার সৌভাগ্য হয় নি কিন্তু সারা বাংলাদেশ এ অনেক মানুষকে রক্তের ব্যবস্থা করে দিয়েছি। জার জন্য আমি রক্ত দাতাদের জানাই আমার শুভেচ্ছা। আমি একটি ব্লাড ডোনার গ্রুপ এর চট্রগ্রাম এর এডমিন। নাম Jibon (জীবন) Blood Donor Group । সামাজিক সাইট ফেস বুক এক মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমাদের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। ধন্যবাদ

পটুর মা  আমি মানুষ..

পন্ডিত

আমার রক্তের গ্রুপ 'ও' পজেটিভ। বেশ কয়েকবার দেবার জন্য গেলেও ওজনের জন্য পারিনি...কিন্তু এ বছর প্রথম দিকে দিয়েছি .... এ ছাড়া রোগীদের জন্য আমি রক্ত সংগ্রহ করে দেই। তৃপ্তিটা এই সংগ্রহর মধ্যেই...

Noor  খুবই অলস প্রকৃতির

গুরু

আমার রক্তের গ্রুপ A+। জীবনে অনেকবার রক্ত দিয়েছি। যদি কারো লাগে, সুযোগ থাকলে সব সময় রক্ত দেয়ার ইচ্ছা আছে।

মেঘলা -মেয়ে  তোমার প্রার্থনাই আমার ভালো থাকার কারণ !!!!!!!!

গুরু

আমার রক্তের গ্রুপ A+। আমি আমার এক খালাকে রক্ত দিয়েছিলাম .

মিজানুর রহমান (মামুন)  আমার অন্তহীন অপেক্ষা...........

পন্ডিত

আমার রক্তের গ্রুপ B+ , আমি লাইফ লং Donner কোয়ান্টাম এর.

রুশদী  আসেন, নিজের ঢোল নিজেই পিটাই :)

গুরু

ও পজিটিভ আমার রক্তের গ্রুপ। একবার রক্ত দিয়েছিলাম, আমার এক ফ্রেন্ড এর ফ্রেন্ড এর ছোট বোন কে, বাচ্চা টা কে আমি দেখিনি ইমারজেন্সি তে ছিল বলে, বাট রক্ত দেয়ার পর ঐ বাচ্চার মা এর চোখে যে কৃতজ্ঞতা দেখেছিলাম সেই প্রাপ্তি কে আমি আজ অবধি সবার উপরে রেখেছি।

অমল আহমেদ  আমি খুব আবেগপ্রবন.

মহাগুরু

আমার রক্তের গ্রুপ A+ .... জীবনে আমি দুইবার দুই আত্বীয়কে রক্ত দিয়েছিলাম ...

আমার A+,কত বার দিয়েছি জানি না,মানে হিসাব নেই ,আমি বাধন এর সার্টিফিকেট প্রাপ্ত ডোনার ,যতদিন বেচে থাকব হেল্প করার চেষ্টা করব,

MD MAHFUZUL ISLAM LITU  লিটু কৈটোলা বেড়া পাবনা

বিশারদ

আমার রক্তের গ্রুপ O + । জীবনে একবার একটা ছেলেকে হাসপতালে রক্ত দিয়েছি ।

সোহাগ  ...

পন্ডিত

আমার রক্তের গ্রুপ A+. আমি এপর্যন্ত ৩বার রক্ত দিয়েছি. যদি কারো লাগে এবং সুযোগ থাকে তাহলে রক্ত দেয়ার ইচ্ছা আছে।

Pankaj  ACHROMATIC

গুরু

আমার রক্তের গ্রুপ 0+।অনেকবার রক্ত দিয়েছি।যদি কারো লাগে এবং সুযোগ থাকে তাহলে রক্ত দেয়ার ইচ্ছা আছে।

আফিয়া আঞ্জুম তামান্না  I am feeling for the air;- A dim capacity for wings- Degrades the Dress I wear......

গুরু

O+. একবার এক ক্যাম্পেইনে রক্তদান করেছি এবং তা নিয়ে আব্বু, আম্মু, মামা, দাদুমনি...এমন কেউ নেই যার থেকে বকা খাইনি!! কারন রক্ত দিয়ে আমি নিজেই অজ্ঞান হয়ে পরেছিলাম এবং আমাকে ক্যাম্পেইনের একজন কর্মী এসে বাসায় পৌঁছে দিয়ে গিয়েছিল!!!

এইচ,এম,মাসউদুল আলম ফয়সাল  জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে গম্ভীর, স্তব্ধ, শান্ত, নির্বিকার

মহাগুরু

AB+ ... রক্ত দেই, দিয়ে যেতে চাই যতদিন বেচে থাকব....

লীনা জাম্বিল  অতি সাধারন

মহাগুরু

O+ আমি দুবার রক্ত দিয়েছি ---------

দীপ মজুমদার  আকাশ প্রদীপ জ্বেলে যাই

পন্ডিত

আমার রক্তের গ্রুপ A+।এখনো পর্যন্ত কাওকে রক্ত দেওয়া হয়নি।

সুমি রহমান  গুটিকয় বৃষ্টির ফোঁটা

মহাগুরু

আমার রক্তের গ্রুপ A+ আমি অনেক ভিতু হওয়া সত্তেও বেশ কয়েকবার রক্ত দিতে চেয়েছি কিন্তু শেষ পর্যন্ত যাদের রক্ত দিতে গিয়েছি তাদের আর রক্ত দেয়া লাগেনি!

নীলাঞ্জনা  ভালো থাকা হলো না আমার..........

পন্ডিত

আমার B+ ..কিন্তূ আমি এই পর্যন্ত কেউ রক্ত দেইনি কারণ আমার ভয় লাগে..

L0ve G0st 420  Lоаdіпg.. ██████████████] 99%

পন্ডিত

ফৈরা দার্শনিক  'দর্শন না বুঝেও দার্শনিক হওয়া যায়, আমি এই দর্শনতত্ত্বের প্রবক্তা'

জ্ঞানী

আমার রক্তের গ্রুপ এ+ এযাবত ৭ বার রক্ত দিয়েছি। একবার মাকে বাকী সব অপরিচিত লোকেদের, ক্যাম্পে।

ইমরান হক সজীব  চিন্তাশীল

পন্ডিত

AB+, ৩ বার দিয়েছি । আমি চার মাস অন্তর রক্ত দিই না তবে বিভিন্ন জাইগাতে ফোন নাম্বার দিয়ে রেখেছি, রক্তের প্রয়জনে ফোন করলে যাই ।

নাজমা আক্তার স্মৃতি  হারাতে চাই না এই পৃথিবীর মায়া,,,বেঁচে থাকতে চাই হাজারো বছর.

জ্ঞানী

আমার হলো AB +..আমি এই পর্যন্ত ৩ বার রক্ত দিয়েছি..এর মধ্যে ২ জনই ছিলেন প্রসুতি মহিলা..বাকিজন ছিলেন..ভার্সিটি'র একজন বন্ধু..ধন্যবাদ..রইলো ..কারণ প্রশন্ত ভালো লাগলো..তাই আপনার এই প্রশ্নটাই আমার প্রথম উত্তর...

Lutfun Nessa  সবই অনিশ্চিত, মরিব এটা নিশ্চিত:(

মহাগুরু

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

উত্তরঃ  আমার রক্তের গ্রুপ AB+ , এই গ্রুপের রক্ত তেমন পাওয়া যায়না। হ্যা আমি তিনবার ২ জনকে রক্ত দিয়েছি। যার মধ্যে একজন মারা গিয়েছিল। যার মৃত্যুটা আমায় খুব কস্ট দিয়েছে। যা আমি কোন দিন ভুলবনা।

আসুন আমরা সবাই রক্ত দান করে অসহায় মানুষগুলোর পাশে থাকি।

সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন এই কামনায়............

রিয়াজুল ইসলাম  বাস্তববাদী।

পন্ডিত

আমাদের বেঁচে থাকার অন্যতম উপাদান হচ্ছে রক্ত। শরীরের মোট ওজনের শতকরা ৭ ভাগ রক্ত থাকে। আর সেই রক্তের শতকরা ৯২ ভাগই থাকে জলীয় পদার্থ দ্বারা তৈরি। আমার রক্তের গ্রুপ হচ্ছে “A+” । এই ব্লাডগ্রুপের মানুষেরা গোছগাছ প্রিয়, দক্ষ চাকুরে এবং খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এরা আত্নকেন্দ্রিক, সুবিচারক, শান্ত, নিয়মতান্ত্রিক, বিশস্ত, নিয়মানুবর্তী ও পরিষ্কার পরিচ্ছন্ন। না কখনো কাউকে রক্ত দেওয়া হয়নি।

অনি  একজন সাধারাণ মানুষ

মহাগুরু

B- নেগেটিভ। ওজন কম হওয়ার কারণে কেউ বলেনা। তবে আমার এক কাজিন কে খুবই খারাপ পজিশন এ চলে যাওয়ার কারণে দিয়েছি। তাছাড়া ফেসবুক এ স্ট্যাটাস পরে ঢাকায় একজনকে দেয়ার কথা বলেছিলাম, পরে আর যোগাযোগ করেনি।

মোস্তফা আক্তারুজ্জোহা লাবু  জন্মের প্রয়োজনে ছোট ছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি

পন্ডিত

আমার রক্তের গ্রুপ এ+ আমি এই পর্যন্ত ৪ বার রক্ত দিয়েছি

সুজন  সুশাসনের জন্য নাগরিক(সুজন)

গুরু

ও পযেটিভ। আমার এখনও এ কাজের ভাজ্ঞ্য হয়নি,দোয়া করবেন যেন হয় ।প্লিস

অবাক  সত্য পছন্দ !!!

গুরু

b + আমার জীবনে এ সুযোগ এখনো আসেনি

নাহিয়ান সেজান  "সাধারনের ভিরে আমি এক অতি সাধারন বখে যাওয়া একটা ছেলে !"

গুরু

বি+ ! অনেক বার চেয়েছি কিন্তু এখনো মহৎ কাজটা করার সৌভাগ্য হয় নাই!

শায়লা শারমিন শিফা  এলোমেলো আমি

জ্ঞানী

গুরুর রক্ত b+..না কেউ আমার কাছ থেকে রক্ত নেওয়ার সাহস করে নাই..বলে আমার শরীরে নাকি রক্ত নাই..পরে খুব দু:খ পেয়েছিলাম এইটা শুনে.

সেলিম রেজা  সুন্দর একটি হৃদয় আছে আমার,যেখানে আছে শুধুই ভালোবাসা

গুরু

আমার রক্তের গ্রুপ AB + , কাউকে রক্ত দেয়ার মতো মহৎ কাজটি করা হয়নি ...ভবিষ্যতের জন্য অপেক্ষাই আছি । ধন্যবাদ ......

প্রিয়ম সরকার  আমাদের সবার একটা প্রবল ইচ্ছে, হারিয়ে যাওয়া । সবাই হারিয়ে যেতে চায় । কিন্তু ঘটনা হলো হারিয়ে যাওয়ার মতো জায়গাটা কোথায় ! আমিও হারিয়ে যেতে চাই ।

পন্ডিত

আমিও সেজুতি আপুর মত আমার ব্লাড গ্রুপ নিয়ে সিওর ছিলাম না |৩ বার টেস্ট করিয়েছিলাম, প্রথম বার ছিল A+... পরের বার যখন আবার করাই তখন আবার দেখলাম O+... এদিকে আমার মায়ের ব্লাড গ্রুপ A+ আর বাবারটা O+... তাই তখন ও বুঝতে পারছিলাম না আমার আসল গ্রুপ কি ? তৃতীয়বার টেস্ট করে জানতে পারি আমারটা O+......... আর এখনও কাউকে রক্ত দেয়া হয়নি.. :( তবে প্রয়োজনের সময় রক্ত দিতে আমি তৈরী.. :) ভবিষ্যতে কাউকে রক্ত দিয়ে তার জীবন বাচাতে পারলে নিজেকে ধন্য মনে করব |

ভাবনা শারমীন  খুব সাধারণ

পন্ডিত

আমার রক্তের গ্রুপ ব+ , ৩ বার দিতে গিয়াছি কিন্তু শেষ পর্যন্ত দরকার হয় নাই , ভবিষত এ বেচে থাকলে আর কারো প্রয়োজন হলে অবস্যই দেব .

আখতার হোসেন  বিচ্ছিন্নআমি

গুণী

না এই সৌভাগ্য আমার হয়নি কোনো দিন হবেওনা,কিন্তু সবসময় চেষ্টা করেছি অন্যকে রক্তের ব্যাবস্থা করে দিতে, খুব বেশি হয়ে উঠেনি তবে গত তিন চার বছরে দু তিনশ এর বেশি মানুষকে রক্তের ব্যবস্থা করে দিতে পেরেছি। :)

রুদ্র  এত বেশী সাধারণ যে আলাদা করে বলার মত তেমন কিছুই পাচ্ছি না। কখনো বলার মতন কিছু করতে পারলে হয়তো জানাতে পারবো....

পন্ডিত

B +ve হ্যাঁ, এ বছরই এক মহিলার প্রসবকালীন রক্তক্ষরণ সমস্যার জন্যে রক্ত দিয়েছিলাম।

সৌমিত্র বিশ্বাস  “তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পূণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে।”-রজনীকান্ত সেনগুপ্ত।

গুরু

আমার রক্তের গ্রুপ A+ এখনও পর্যন্ত ২ বার রক্ত দিয়েছি। একবার এক বৃদ্ধাকে এবং একবার এক আপুকে। এখনও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি।

Helen Ahmed  হেলেন একটি ফুলের নাম. আমি এক জন মা, এটি আমার বড় পরিচই

মহাগুরু

রক্তের গ্রুপ এর নাম B+ রক্ত দিয়ে অন্যের জীবন বাচানোর চেষ্টা করেছি কয়কবার. আমর বান্ধুবীর মার ব্লাড cancer হয়েছিল, মাসে ৩ ব্যাগ রক্ত লাগত. আমরা সবাই মিলে রক্ত দিতাম. . .

সরকার মোমেনূর রহমান  ভালোবাসাকে ভালোবাসি

মহাগুরু

"ও পজিটিভ" । তবে,ইচ্ছা থাকা সত্ত্বেও দুই দুই বার চেষ্টা করেও ওজন কম বলে দিতে পারি নি !!!!

মিকু  simple

মহাগুরু

বি + । ব্লাড দেওয়া হয়নি এখনো । জাস্ট ২/৩ কেজি আন্ডারওয়েট তো তাই!

সামিয়া  জোছনায় অজানা পথে চলা......

গুরু

ও-, এখনো দেয়া হয়নি কিন্তু অনেক ইচ্ছা দেবার...

মায়াবতীর ছায়াসঙ্গী  কাজ কি সখী ঢোলের বাদ্য, মাঝখানে তার বেজায় ফাঁক II

মহাগুরু

ও পজেটিভ আমার রক্তের গ্রুপ. এখন পর্যন্ত ১৫/১৬ বার দিয়েছি রক্ত

মেহনুবা রৌদিয়া  আধার ভেদ করে আলোকিত করি ক্ষুদ্র পরিসর !

পন্ডিত

O+ , কিন্তু এখনও কাউকে রক্ত দেওয়া হয়নি ।

মোহাম্মাদ আরিফ হোসাইন  লক্ষ্যে অবিচল ...

মহাগুরু

AB (+ve) - এখন পর্যন্ত ২২ বার রক্ত দিয়েছি।

Reton  

জ্ঞানী

O positive . অনেক বার রক্ত দিয়াছি.

mahjabin  

বিশারদ

ও+ এই পর্যন্ত ৫ বার দিয়েসি. দিলে ভালো লাগে. আমি সবাই কেই দিতে বলব কারণ এতে কারো জীবন বাচানোর মত একটা আলাদা অনুভুতি পাওয়া যাই

মারুফ  I am not different from others, not smarter, not more honest & never any less selfish than them ! I am just Me.

পন্ডিত

B+ এই পর্যন্ত ৫ বার দিয়েছি ... কারো প্রয়োজনে আমি সবসময়ই রক্ত দেই l

সাখাওয়াত হোসেন  আমি শুধুই আমি তাই আমি আমার মতো চলতে পচ্ছন্দ করি।... তবে কেউ ভালো কোন কথা বললে তা বুঝার চেষ্টা করি এবং ভালো লাগলে মেনে চলি।

জ্ঞানী

এ পজেটিভ/ জীবনের প্রথম ১ বার রক্ত দিয়েছি। তবে মজার বিষয় হলো কৌতুহল বশত রক্ত দিতে গিয়ে কিভাবে রক্ত যাচ্ছে তা দেখতে গিয়ে সিরিঞ্জটি নড়ে গিয়ে ঔ জায়গাতে রক্ত জমে গিয়েছিল। তবে ভবিষ্যতে যদি কারও প্রয়োজন হয় তবে অবশ্যই দিবো। আর যারা রাজশাহীর বন্ধু তারা জরুরী প্রয়োজনে যোগাযোগ করতে পারো । মোবাইলঃ 01770666637

NAZMUL  ...........................

পন্ডিত

আমার বি +. কয়বার দিয়েছি তা গুনে রাখলে মনে হয়েছে বাহাদুরি আর গর্ব. তাই গুনে রাখিনি. শুধু এটা বলতে পারি যে, নিতান্তই কোনো অসুবিধা না থাকলে যে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মানুষ এর রক্তের দরকারের জন্য. আমি ঢাকাতে থাকি. কেউ সংগ্রহে ফোন নং রাখতে চাইলে একটু কষ্ট করে ট্যাগ করবেন. প্লিস.

ছঁন্নছাড়া  চাল নেই, চুলু নেই এমন একটা মানুষ

বিশারদ

আমার রক্তের গ্রুপ “এ পজেটিভ”। আমি এযাবৎ ১১ বার রক্ত দিয়েছি এবং আমি ১০০ বার দিতে চাই। বিস্তারিত জানতে: https://www.facebook.com/uttoron.786

জিসান জাকারিয়া  আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারন করেন,যদি অন্তর থেকে করেন উচ্চারন, যদি বোঝেন এবং উচ্চারণ করেন "মানুষ" তো আপনি কাঁদবেন

পন্ডিত

আমার রক্তের গ্রুপ বি পজেটিভ (B+), আমার ১২ বার দেয়া হয়েছে । আমার নিয়মিত দেয়া হয় ।

মিনহাজুল ইসলাম  মায়ের আদরের ছেলে ।

গুরু

আমার রক্তের গ্রুপ 'ও' পজেটিভ।বাংলাদেশের সবচাইতে কমন রক্ত ,২বার দিছি।তবে কার রক্ত প্রয়োজন হলে আমি যে কোন গ্রুপের রক্ত যোগার করতে পারি।


অথবা,