বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।
( ৪,২০৮ বার দেখা হয়েছে)
রিনি আমার একটা টুনটুনি পাখি আছে.
মহাগুরু
সুরাইয়া The sunflower is mine, in a way....
মহাগুরু
মহাগুরু
মকসুদা হালিম জন্ম আমার শ্রাবণ মাসে, পূর্ণিমার রাত-- / ফুলের বাগান গড়ে ওঠে যেদিক বাড়াই হাত !
পন্ডিত
রবিন পথিক নিজেকে খুব ভাল করে চিনি। অন্যকে চিনার বাকী
পন্ডিত
এই নিয়মটা আমার কাছে বিচ্ছিরি একটা সংস্কৃতি মনে হয়। একটা মেয়েকে তার বাপ জন্ম দিল, পেলেপুষে বড় করল, লেখাপড়া শেখালো, বিয়ে দিল আর তাকে কিনা আজকে একটা স্বামী পেয়ে বাপের নাম বাদ দিয়ে দিতে হবে?!
পৃথিবীতে সবচেয়ে ভালো স্বামী কে ছিল বলেন তো? রাসূল (সা), তাইনা? অথচ আয়শা (রা)’র নাম তো মিসেস আয়শা মুহাম্মাদ ছিলোনা! তাঁর নাম বিয়ের আগে পরে আয়শা বিন্ত আবু বকরই ছিল। নাম পরিবর্তন করে ফেলা আমাদের ধর্মীয় সংস্কৃতি না। আমরা এতোটা অকৃতজ্ঞ নই। স্বামীর সাথে সম্পর্ক তিনটা শব্দ উচ্চারণ করলে পরিবর্তন হয়ে যায়। কিন্তু বাপের সাথে সম্পর্ক কখনো ছিন্ন হয়না”।
আমাদের বাবারা মেয়েদের লাস্ট নেম রাখতে গিয়ে বংশের নাম দেয়না অথবা লাস্ট নেম রাখেইনা। তাদের ভাবনা হচ্ছে "বিয়ের পর ‘লাস্ট নেম’ তো হয়েই যাবে, এখন শুধু ফার্স্ট নেমটাই যতেষ্ট।" বেচারী মেয়েটার এই নামে বোঝার কি কোন উপায় আছে ও কার মেয়ে, কোন পরিবারের মেয়ে, মুসলিম না হিন্দু?
আমরা প্রায়ই ছেলেদের নাম রাখার সময় অনেক চিন্তাভাবনা করে সুন্দর নাম রাখার চেষ্টা করি। তার নামের সাথে কি করে পরিবারের বা অন্তত বাপের নামের যোগসূত্র স্থাপন করা যায় তা নিয়ে ভাবি। অথচ মেয়েদের নাম রাখার সময় প্রায়ই তাতে বংশের ছোঁয়া থাকেনা। নামের শেষেও কোনরকমে একটা কিছু দিয়ে দেয়া হয়। ধরে নেয়া হয় বিয়ের পর তো তার নাম পরিবর্তন হয়েই যাবে। তাকে কোন এক সময় অন্য পরিবারে স্থানান্তর করা হবে ভেবে প্রথম থেকেই তাকে পরিবারের নাম থেকে পর্যন্ত বঞ্চিত করা হয়। অথচ সে যাকেই বিয়ে করুক না কেন আল্লাহ তাকে আমার ঘরেই পাঠিয়েছেন। তার প্রতি আমি ন্যায় আচরন করলাম কি’না তার ওপর আমার বেহেস্ত দোজখ নির্ভর করছে। আমার মানসিকতার প্রমাণ মিলছে। একটা মেয়ের আগমনের সাথে সাথে তাকে পর করে না দিয়ে যদি সে কোনদিন চলে যাবে ভেবে তাকে আমরা আরেকটু বেশী আদর করতাম তাহলে কি আমাদের খুব ক্ষতি হত? সামান্য একটা নাম, তাতে আমার উভয়প্রকার সন্তানের সমাধিকার নিশ্চিত করাটা কি খুব কঠিন কোন কাজ? আমাদের এই মানসিকতার পরিবর্তন হোক। আমরা যেন এই ব্যাপারে আরো সচেতন হই।
Lutfun Nessa সবই অনিশ্চিত, মরিব এটা নিশ্চিত:(
মহাগুরু
উত্তর: জন্মের সাথে সাথেই যেকোন শিশুর একটা পরিচয় পাওয়া তার অধিকার যা ধর্মদ্বারা নির্ধারিত হয়েছে! আমি জন্মের পরে যে নামটি আমাকে দেয়া হয়েছিল সেটিই আমার একমাত্র ও অদ্বিতীয় পরিচয়.... বৈবাহিক সম্পর্কের জন্য আমার নিজ্বস্যতা হারাবো স্বকীয়তা বলতে কিছু থাকবেনা তাতো হয়না! অনেক সেলিব্রেটিদের দেখা যায় একাধিক বৈবাহিক সম্পর্কের কারণে একাধিক পরিচয়ে বিভিন্ন মিডিয়াতে উপস্থিত হন তাদের জন্য আমার বড্ড করুনা হয় আহ কতনা অসহায় তারা বলার মত একটা স্থায়ী পরিচয়ও নেই তাদের! আশা করি আমার মতামত পেয়েছেন.... ধন্যবাদ...............
পন্ডিত
উত্তর: আমার নাম হহচ্ছে আমার ব্যাক্তিগত identity" যা আমার জন্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত! তাই বিয়ের পরে আমার লাস্ট বা ফার্স্ট নামের পরিবর্তন করে পরগাছা হয়ে থাকার প্রশ্নই আসেনা. তাছাড়া ইসলাম ধর্মানুযায়ী আমার জন্ম পরিচয় বাদ দিয়ে অন্য কোন পরিচয়ে নিজেকে উপস্থাপন করতে পারিনা.... ধন্যবাদ.........................
সুমি রহমান গুটিকয় বৃষ্টির ফোঁটা
মহাগুরু
মিকু simple
মহাগুরু
Syed Al-Amin অলীক স্বপ্ন নয়,, জীবন গড়তে চাই কঠোর পরিশ্রম আর মেধা দিয়ে:)
বিশারদ
মেয়েরা আমার মায়ের জাতী, তাই তাদের অনেক সম্মান করি.... তারা তাদের নিজ্বস্য identity নিয়ে থাকবেন তাতে আবার ভাগ বসানোর মত দুশ্চিন্তা করা ঠিক নয়........... এটা এক ধরণের মানুষের হীনমন্যতার প্রকাশ ছাড়া অন্য কিছু নয়............. ধন্যবাদ.....
ইসরাত আমার কাছেই সকল কথা অন্তরঙ্গ বলছি একা এমনি ভাবে বলেই যাব।
মহাগুরু
তৌফিক বিভ্রান্তিকর
বিশারদ
Hasanuzzaman আমি কোন সেলিব্রেটি নয় যে আমার ইয়া লম্বা একটা বায়ো ডাটা থাকবে...
মহাগুরু
ইসলামিক বিধানে এটা নিয়ম নেই ... তাই আমার মতে এটা ঠিক নয়...
গাজী আজিজ বাংলাদেশের বোকাসোকা একজন মানুষ। ।
মহাগুরু
শাওন ভালোবাসি গান গাইতে, তোমাদের মাঝে মিশে থাকতে
জ্ঞানী
সরকার মোমেনূর রহমান ভালোবাসাকে ভালোবাসি
মহাগুরু
বিয়ের আগে বাবা মায়ের দ্বায়িতে থাকে বিয়ের পরে স্বামির তখন স্বামিয় সব চেয়ে আপন হয় তখন স্বামির সুখি স্ত্রি সুখ হয় তাই
sm moin creativeman
গুণী
রুশদী আসেন, নিজের ঢোল নিজেই পিটাই :)
গুরু