Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

( ৩৫ টি উত্তর আছে )

( ২,৮২৮ বার দেখা হয়েছে)

আড়াল থেকেই বলছি  সীমানাহীন গন্তব্যে এখনো হাঁটছি একাকিত্বের লাঠি হাতে ....

মহাগুরু

আমি তখন অনেক ছোট l ১৯৯৬ সাল l চিটাগাং এর বাঁশখালী থাকায় বন্যা হয়েছিল l আব্বুর অফিস থেকে ত্রান নিয়ে গিয়েছিল l সাথে আমি আম্মু ও গিয়েছিলাম l ৯৮ % ঘর বাড়ি ভেঙ্গে গেছে বন্যার পানিতে l তখন ঘুমানোর কোনো সুযোগ ছিল না l তখন আমি একটানা ৩ দিন (৭২ ঘন্টা) ঘুমাতে পারিনি l

মেঘবালক  "নক্ষত্ররা হাতে হাত রেখে তৈরি করে ছায়াপথ, আমি নক্ষত্র হতে চাই"

গুরু

আমি একটানা প্রায় ৯০ ঘন্টা অর্থাৎ প্রায় ৪ দিন না ঘুমিয়ে কাটিয়েছি। আমাদের এলাকায় দুই গ্রাম মিলে বিশাল মারামারি বেধে যায় তখন রাত জেগে পাহারা দিতে হয় আর দিনে মারামারির জোগান দিতে হয়। এই জন্য

ইসরাত  আমার কাছেই সকল কথা অন্তরঙ্গ বলছি একা এমনি ভাবে বলেই যাব।

মহাগুরু

আমিতো একদম জাগতেই পারিনা তাই না ঘুমিয়ে থাকা আমাকে দিয়ে হয়না

সুমি রহমান  গুটিকয় বৃষ্টির ফোঁটা

মহাগুরু

একটা সময় গেছে আমার নির্ঘুম রোগ হয়েছিল! তখন আমি পুরা ১ মাস রাতে দিনে ঘুমাতে পারতাম না! ওটা exceptional ঘটনা! তবে না ঘুমিয়ে একদম ২৪ ঘন্টার বেশি মনে হয় থাকিনি i!

বদমাশ  ফিনিক্স (মিস্টার জিরো)

মহাগুরু

গাজী আজিজ  বাংলাদেশের বোকাসোকা একজন মানুষ। ।

মহাগুরু

জীবনে দুইবার প্রায় ৪০ ঘন্টার মত।

★ছায়াবতী★  ছায়ামানবী ...ছায়া ছায়া অনুভবে

মহাগুরু

টানা ৪দিন। রিসার্চ রিপোর্ট লিখতে লিখতে শহীদ হবার উপক্রম

----  পাহারাদার

গুরু

এ প্রশ্নে আমার শুধু ইইই করে হাসাই উচিত হবে.. (চিন্তা করি)

জোবায়ের রহমান  I am a student of World University of Mistakes.

মহাগুরু

অনেক অনেক দিন। আপনার কল্পনা শক্তির বাইরে।

তাসনীম  " আমি মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি , তাতেই তোমাদের' কে ফিরিয়ে দেবো , এবং তা হতে পুনর্বার বের করবো " সূরা - তা'হা , আয়াত নং - ৫৫

গুরু

অভি  আমি খুব আশাবাদী এক লোক

মহাগুরু

সঠিক ভাবে ঘন্টাটা বলতে পারব না।পাচ ছয় বছর আগে একটা খুব খারাপ সময়ের মধ্যে নিজেকে পার করেছিলাম।তখন প্রায় পাঁচ ছয়দিন পর পর একটু ঘুমানোর সুযোগ পেতাম।কোনো শত্রুরও যেন কখনো এই ধরনের কষ্ট না হয় সেই দোয়াই করি সবসময়।

নাসির হোসাইন  কোন সময়ই মিথ্যার আশ্রয় নেবনা।।

পন্ডিত

মিকু  simple

মহাগুরু

একদিনের একটু বেশি। এরপর আর পারিনি।

আফ্রোদিতির যুবরাজ  বোকাসোকা একজন

মহাগুরু

ঘন্টা হিসাব করে দেখিনি। তবে অনেকবারই একাধারে দুই-তিন দিন না ঘুমিয়ে থাকতে হয়েছে।

প্রিয়ম সরকার  আমাদের সবার একটা প্রবল ইচ্ছে, হারিয়ে যাওয়া । সবাই হারিয়ে যেতে চায় । কিন্তু ঘটনা হলো হারিয়ে যাওয়ার মতো জায়গাটা কোথায় ! আমিও হারিয়ে যেতে চাই ।

পন্ডিত

Ahsan Kabir Chowdhury  পৃথিবীর সবচাইতে সুখী মানুষ

গুরু

সরকার মোমেনূর রহমান  ভালোবাসাকে ভালোবাসি

মহাগুরু

ইমরান  ভালো মানুষ মনে হয়... কনফিউসন এ আছি...

মহাগুরু

সুমন  নিজের সম্পর্কে কিছু জানলে তো লিখবো

পন্ডিত

একবার মনে হয় ৩৪৫৬০০ সেকেন্ড এর মত না ঘুমিয়ে কাটিয়েছি । তবে ওই সময় গুলো স্মরণীয় হয়ে থাকবে, আছেও ।

Helen Ahmed  হেলেন একটি ফুলের নাম. আমি এক জন মা, এটি আমার বড় পরিচই

মহাগুরু

মানুষকে ভালবাসে, সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে।এইতো ভালবেসে আছি বেশতো। জন ৩৫ ঘন্টা না ঘিমিতে থাকতে হেব.

শওকত জামান (জিবন)  আমি মেড! (Make A Different)

পন্ডিত

যন্ত্র মানব  মানুষকে ভালবাসি,ভালবাসি সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে।এইতো ভালবেসে আছি বেশতো।

জ্ঞানী

তোফায়েল আহমদ  প্রতিনিয়তই নিজেকে পরিবর্তনের অদম্য ইচ্ছে লালন করি। কিন্তু,পরিবর্তন! সেতো আকাশচুম্বী; ধরা দিয়েও ধরা দিচ্ছে না ...

মহাগুরু

মাহাবুবুর রহমান আরমান  পুরাই উড়াধুড়া মনের কথা শুনি সিইও টি-জোন (http://tzonebd.com/)

পন্ডিত

সত্য বললে অনেকেরঈ বিশ্বাস হবে নাহ। আমার ক্লোজ যারা তারা জানে। ১১০ ঘন্টা :)

ফারজানা সিদ্দিকী নম্রতা  আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারন আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না।

পন্ডিত

rony.chowdary  

জ্ঞানী

NOWSHER  নওশের আলী

গুণী

ধূসরাভ শুভ্র  বজ্রণিণাদ হুংকারে চুরমার করে সবকিছু, গড়ে উঠবে নতুন ইতিহাস। ইতিহাস টুকু শুধু আমারই হবে, উড়বে কেতন শুধু আমারই , ওই আকাশ ছাড়িয়ে মহাকাশে, সূর্য হয়ে!

জ্ঞানী

৮৩ ঘন্টা ,মেডিকেল এডমিশন টেস্টের সময়কালে।

Tushar  

গুণী

৫০ ঘন্টা না ঘুমিয়ে কাটিয়েছি।

Jowel Hossain  ভালো মানুষ হওয়ার চেষ্টায় আছি

গুণী

মেঘের নীল  অস্থির পাবলিক

গুণী


অথবা,