Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

( ৩ টি উত্তর আছে )

( ১০,২৮৪ বার দেখা হয়েছে)

Nazifa Tabassum অনন্যা  আমি পাগল বা পাগলি না (কারণ সত্যিকার পাগলরা নিজেদের পাগল বলে না) আমি নাজিফা(পবিত্র) তাবাসসুম(বেহেস্তের ফুল) আর অনন্যা তো অনন্যা ই!! :D

পন্ডিত

হ্যা সম্ভব!!গবেষকরা গ্রোথ হরমন আবিষ্কার করেছে! এই বৃদ্ধি হরমনকে সোমাটোট্রপিন বলে l প্রতি সপ্তাহে ৬-১০ মিলি. গ্রাম হরমনের ইনজেকশন নিলে প্রথম বছরেই মানুষ ৬ সেন্টিমিটারের বেশি লম্বা হয়!এই গ্রোথ হরমন মানুষের হারে পুশ করা হয় l কিন্তু দুঃখের বিষয় হলো এটি অত্যন্ত পেইনফুল এবং অত্যন্ত ব্যয়বহুল এবং বাংলাদেশে এই চিকিত্সা শুরু হয়েছে কিনা জানি না l থাকলে হয়ত আমি এই ইনজেকশন নিতাম! :))))

মিকু  simple

মহাগুরু

না। সম্ভব না। সাধারণত গ্রোথ এইজ শেষ গেলে আর লম্বা হবার কথা না। তবে অনেকেই বলেন যে পুষ্টিকর খাবার খেলে, ঠিকমত ঘুমালে... লম্বা হবার সুযোগ থাকে। সেক্ষেত্রে বোনের ক্যালসিয়াম লাগে, তাই ক্যালসিয়ামযুক্ত খাবারের দিকে বেশি ঝোক দিতে বলা হয়।

গাজী আজিজ  বাংলাদেশের বোকাসোকা একজন মানুষ। ।

মহাগুরু

জ্বীনা, সম্ভব নয়। তবে প্রচুর ঝুলে থাকার ব্যয়ামে ৩/৪ মিমি উচ্চতায় বাড়তে পারে।


অথবা,