Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview "জেন্দাবেস্তা" সম্পর্কে জানতে চাইছিলাম।

*জেন্দাবেস্তা* *ধর্মগ্রন্থ* *দ্বিঈশ্বরবাদী* *ধর্ম*
( ২ টি উত্তর আছে )

( ৩,৯০২ বার দেখা হয়েছে)

দীপ্তি  আমি শান্ত, সাম্য, আহ্লাদী, মিশুক, পরিপাটি, গোছালো, খুব নরম মনের একজন সাধারণ মানুষ :)

মহাগুরু

পবিত্র জেন্দাবেস্তা, পারসিক ধর্মের ধর্মগ্রন্থ। পারসিক ধর্ম দ্বিঈশ্বরবাদী। ঈশ্বর আহুর মাজদা, শুভ’র প্রতিনিধি এবং ঈশ্বর আহরি মান অশুভ’র প্রতিনিধি। যা কিছু ভালো তা তৈরী করেছেন আহুর মাজদা এবং যা কিছু মন্দ তা তৈরী করেছেন আহরি মান। সৃষ্টির শুরু থেকে তাদের মধ্যে চলছে প্রতিযোগিতা এবং সৃষ্টির শেষ পর্যন্ত তা চলবে। ঈশ্বর আহুর মাজদা পৃথিবীতে তার সৃষ্ট মানুষের কল্যানের জন্য যুগে যুগে প্রতিনিধি পাঠান এবং তাদের মধ্যে সর্বশেষ প্রতিনিধি- জরথুস্ত্র। তিনি আনুমানিক ৬৫০ যিশুপূর্বসনে তৎকালীন মেডিয়া সাম্রাজ্যের রাঘা নগরে জন্মগ্রহণ করেন (বর্তমান ইরানের রাঈ শহরে)। ৩০ বছর বয়সে আহুর মাজদা জরথুস্ত্রের নিকট মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ‘পবিত্র জেন্দাবেস্তা’ প্রেরণ করেন। জীবদ্দশার বাকী জীবন তিনি মানুষ এবং রাষ্ট্রের কল্যানের জন্য আহুর মাজদার আইন বাস্তবায়নের সংগ্রাম করেন। তিনি ৫৮৩ যিশুপূর্বসনে বর্তমান আফগানিস্থানের বালখ্ শহরে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর পারসিক ধর্ম মেডিয়া সাম্রাজ্যের রাজধর্ম হিসেবে পালিত হতে থাকে। ৬৩৩ যিশুসনে মুসলিম সাম্রাজ্যের নিকট পতনের আগ পর্যন্ত প্রাচীন ইরানের রাজধর্ম হিসেবে জারী থাকে পারসিক ধর্ম। প্রাচীন ইরানের পারসিকরা পালিয়ে আশ্রয় নেয় ভারতে। বর্তমান পৃথিবীতে পারসিক ধর্মের অনুসারী প্রায় দেড় লাখ। সমগ্র জেন্দবেস্তা ৫ খন্ডে বিভক্ত। যথা- ভেন্দিদাদ, ভিসপেরাদ, ইয়াসনা, ইয়াশত এবং খোর্দাবেস্তা। ভেন্দিদাদ মূলত ভিদেভদাদ শব্দের অপভ্রংশ। ভিদেভদাদ মানে অশুভ’র বিরুদ্ধে আইন। ভিসপেরাদ মানে প্রতিপালকদের প্রতি প্রার্থনা। ইয়াসনা মানে প্রার্থনা। ইয়াশত মানে আরাধনার প্রার্থনা। এবং খোর্দাবেস্তা মানে ছোট আবেস্তা। সমগ্র জেন্দাবেস্তা আবেস্তান ভাষায় লিখিত। বর্তমান বঙ্গানুবাদটি ১৮৮৯ যিশুসনে জেমস ডার্মসটেটর অনূদিত জেন্দাবেস্তার ইংরেজী অনুবাদ অনুসরণে। (সূত্র: ইন্টারনেট)

নামহীন  বিশেষত্বহীন

বিশারদ

জেন্তাবেস্তা পারস্যের বা, বর্তমান ইরানের প্রাচীন ধর্ম জরুথ্রুষ্টীয় ধর্মের ধর্মগ্রন্থের নাম। কোরআন যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম দিয়ে শুরু হয়, এই বইটিও শুরু হয় "সৃষ্টিকর্তার নামে শুরু করছি" এরকম একটি বাক্য দিয়ে। 

আরদা ভিরাফের স্বর্গ দর্শনের কথা এই বইতে আছে যেটা অনেকটা মুসলিমদের শেষ নবী মুহাম্মদ (সাঃ) এর মিরাজ গমনের মতো। এই গ্রন্থের ভাষা এভেস্তিয়ান। 

তথ্যসূত্রঃ জেন্তাবেস্তা- লেখক ডট মি


অথবা,