Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview সবচেয়ে বড় প্রাণীর নাম কী ?

*সবচেয়ে* *বড়* *প্রাণী* *নাম* *নীল* *তিমি* *নীলতিমি*
( ৩ টি উত্তর আছে )

( ৩,৬৫৬ বার দেখা হয়েছে)

আমির  

মহাগুরু

পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হচ্ছে নীল তিমি বা ব্লু হোয়েল। এর দৈর্ঘ্য গড়ে প্রায় ১০০ ফুট বা ৩০ মিটার হয়ে থাকে। একটা নীল তিমির ওজন ১৮১ মেট্রিক টন পর্যন্ত হতে পারে! ১ মেট্রিক টনে হয় ১০০০ কেজি।

কাজী রফিকুল ইসলাম  সৌদি প্রবাসী

জ্ঞানী

পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো নীল তিমি - এটি সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণী মানুষের চেয়ে বহুগুণ বড়। এটির ওজন প্রায় ১৫০ টন এবং এরা দৈর্ঘ্যে ৩০ মিটারের (৯৮ ফিট) হতে পারে। দীর্ঘতম নীল তিমিটি একটি স্ত্রী নীল তিমি যেটি দৈর্ঘ্যে ২৯•৫ মিটার এবং ওজনে ১৮০ টন। বিভিন্ন ক্রিল জাতীয় জীব। একটি পূর্ণবয়স্ক নীল তিমি দিনে গড়ে প্রায় ৮ টন ক্রিল খেতে পারে।


অথবা,