Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

( ৭ টি উত্তর আছে )

( ১৮,৭৫৪ বার দেখা হয়েছে)

তাশফীন হাসান  গনপ্রজাতন্ত্রী দেশ, বাংলাদেশর একজন সাধারণ নাগরিক !

মহাগুরু

সঠিক সময়ে ঘুম, পর্যাপ্ত বিশ্রাম এ ক্ষেত্রে অনেকটা জাদুর মতোই কাজ করবে। চেষ্টা করতে হবে মন ভালো রাখার।’ রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ময়েশ্চারাইজার, আই ক্রিম বা জেল দিয়ে ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যাবে বলে জানান আফরোজা কামাল। চোখের চারপাশে হালকা করে ঘুরিয়ে ম্যাসাজ করতে পারেন। যাঁদের চোখের নিচের কালি গাঢ় হয়ে পড়েছে, তাঁদের একটু বেশি যত্ন নিয়ে কাজটি করতে হবে। আঙুল দিয়ে আলতো করে চোখের চারপাশে ক্লকওয়াইজ তিনবার এবং অ্যান্টি-ক্লকওয়াইজ তিনবার ম্যাসাজ করতে হবে। তখন অবশ্যই চোখ বন্ধ রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন চোখের মধ্যে কোনোভাবেই ক্রিম না ঢুকে পড়ে। আলু, শসা ও গমের অঙ্কুর পেস্ট বা গ্রেট করে লাগালে খুব ভালো কাজ করবে।এ তিনটি উপাদান আপনি আলাদাভাবেও চোখের ওপর লাগাতে পারেন আবার একসঙ্গে মিশিয়েও লাগিয়ে রাখতে পারেন। তিনটি উপাদান না পেলে যেকোনো দুটি উপাদান একসঙ্গে মিশিয়ে দিলেও চোখের কালি অনেকাংশেই দূর হয়ে যাবে। সপ্তাহে ৩/৪ দিন ১৫ মিনিট করে l চোখের আশপাশের কালো ভাবটি দূর করার জন্য বাজারে অনেক ধরনের সামগ্রী পাওয়া যায়। ভালো/নামকরা প্রতিষ্ঠানের সামগ্রী এ ক্ষেত্রে অনেকটাই বাঞ্ছনীয়।

rupanzil  ভাবনায় ডুবি ভাসি .....

পন্ডিত

আলু শসা লাগানোর সময় থাকে তো খুবই ভালো আর তা না হলে পন্ডস এর একটা ক্রিম আছে বেশ ভালো কাজ দেয় মাত্র এক মাসেই কালি উধাও...বেবহার করা টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপর রাখুন ..ফল পাবেন . রাত জাগা যাবেনা কিন্তু...

রিয়াজ  ৥ ঁ ৥

বিশারদ

চোখের নিচের কালি দূর করার জন্য আমি একটা মিশ্রণ ব্যবহার করি, খুব সহজে আপনি এটা বাসায় তৈরি করতে পারেন -- কয়েক টুকরা শসা এবং আলু নিন। পানিতে এগুলো এমনভাবে পেস্ট করে নিন যাতে একটি তরল মিশ্রণ তৈরি হয়। কিছু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিন এবং চোখের নিচে (যে জায়গায় কালো হয়েছে) ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন, এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন আশা করি এতে আপনার চোখের নিচের কালো দাগ কমে যাবে, ধন্যবাদ ।

জুবায়ের আলম (সাগর)  ভ্রমন পিপাসু একজন মানুষ।

বিশারদ

সময় মতো ঘোমানোর চেষ্টা করুন।

মোহাম্মাদ আরিফ হোসাইন  লক্ষ্যে অবিচল ...

মহাগুরু

আলুর রস চোখের নিচের কালি দূর করতে কার্যকর হলেও এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, সুপার শপগুলোতে আই এলোভেরা জেল কিনতে পাবেন, রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে আই ডার্ক সার্কেলে জেলটি নিয়মিত ব্যাবহার করলে আর ঠিকমত ঘুমালে, শিঘ্রই কালো দাগ দূর হবে আশা করি।

mamkblf  বর্তমানে আমি কোনো রাজনীতি করিনা,হায়রে রাজনীতি .......

গুণী

ধন্যবাদ - মানুষের সবচেয়ে সুন্দর একটি অঙ্গ চোখ এবং এটি খুব বেশি স্পর্শকাতর,আর এর জন্য চাই চোখের বাড়তি যত্ন,প্রায় মানুষেরই চোখের নিচে কালো দাগ পরে,এতে সুন্দর চেহারা দেখতে লাগে বিছ্রি,তাই আসুন নিচের পদ্ধতি অবলম্বন করে সহজেই চোখের নিচের কালো দাগ দূর করি ১ - কদম ফুলের পাপড়ি বেটে ৫ থেকে ১০ মিনিট লাগিয়ে রাখুন,এতে চোখের নিচের কালো দাগ অনেকটাই দূর হবে,এটি না পেলে পুদিনাপাতা বা নিমপাতাও ব্যবহার করতে পারেন ২ - ২ টি চা চামচ ফ্রিজে রাখুন এবং চামচ ২ টি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করুন,চামচ ঠাণ্ডা হলে,বালিশে শুয়ে চোখের উপর চামচ দুইটি রাখুন,এটির দুটি সুফল আছে,এটি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের কালি দূর করতে সাহায্য করে ৩ - ২ টি কটন বল শসার রসে ডুবিয়ে চোখের উপর পনের মিনিট রাখুন ৪ - ঠাণ্ডা টি ব্যাগ চোখের উপর রাখলে ভাল ফল পাবেন,গ্রিন টি-এর ব্যাগ রাখলে কাজ দ্রুত হবে ৫ - খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে,তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন,ইনশাল্লাহ কালো দাগ দুর হবে,তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাঁটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না ৬ - কাজু বাদাম বেটে দুধের সাথে গুলিয়ে,পেস্ট করে চোখের চারপাশে লাগাতে পারেন ৭ - চোখের চারপাশে বাদাম তেল দিয়ে ম্যাসাজ করলেও দ্রুত উপকার পাবেন বিঃ দ্রঃ দাগ মুক্ত হয়ে যাবার পর আপনার জন্য রাত্রি জাগরন একদম নিষিদ্ধ

সনি  !!!!! আমি একটা চুপচাপ ফাজিল মাইয়া !!!!! কুনু শয়তানি করি না কিন্তু ফাইজলামি অবশ্যই করি !!!!!!

বিশারদ

পরিমিত ঘুমানোর অভ্যাস। অন্তত সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে। ঘুমের ব্যাঘাত ঘটায় এমন ওষুধ পরিহার করতে হবে।পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন।চোখ কচলানো একেবারে বাদ দিন। চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন। কয়েক টুকরা শসা এবং আলু নিন। ঠাণ্ডা পানিতে এগুলো এমনভাবে পেস্ট করে নিন যাতে একটি তরল মিশ্রণ তৈরি হয়। কিছু তুলা এই মিশ্রণে ভিজিয়ে নিন এবং চোখের নিচে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। এতে আপনার চোখের নিচের কালো দাগ কমে যাবে। চোখের নিচে যেখানে কালি পড়েছে, সেখানে আমলকী তেল লাগিয়ে ঘুমাতে যেতে পারেন। তাহলে চোখের নিচের কালি কমে যাবে বলে আশা করা যায়।


অথবা,