বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।
কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।
( ২১,২২০ বার দেখা হয়েছে)
অঞ্জন আচার্য সাহিত্যকর্মী
জ্ঞানী
‘অনলাইন শপ’ খুলতে পারেন। ঘরে বসে অল্প পুঁজিতেই সম্ভব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এক্ষেত্রে আপনার সহযোগী হিসেবে ভূমিকা রাখতে পারে। কেবল শ্রম ও নিষ্ঠাটা এক্ষেত্রে জরুরি।
শাহানাজ সুলতানা খুব সাধারণ
পন্ডিত
বিভিন্ন ধরনের ব্যবসা করা যেতে পারে। যেমন পুরুষ হলে মোবাইল/ কম্পিউটার সার্ভিসিং, মুদি দোকান,, বলপেন তৈরী, টেইলারিং, মহিলাদের জন্য বাটিক বুতিক্স, কাটিং ইত্যাদি।
গুণী
১. অল্প টাকা তে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক গেজেট এর বিজনেস করতে পারেন।ব্লুটথ স্পিকার, মোবাইল কভার,পাওয়ার ব্যাংক,ভি আর বক্স,ইয়ার ফোন,স্মার্ট ওয়াচ ইত্যাদি। বর্তমানে এই রকমের ইলেক্ট্রনিক গেজেট গুলোর চাহিদা এবং ক্রেতা দুটিই অনেক বেশি।এই রকমের বিজনেস শুরু করতে খুব একটা অভিজ্ঞাতার প্রয়োজন পড়েনা তাই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এই বিজনেস শুরু করতে পারেন।
২. অন্যানো দেশের মতো বর্তমানে বাংলাদেশেও ভাইরাল টয় গুলো ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে । অন্যতম উদাহরণ হতে পারে ফিজেট স্পিনার । এই টয় গুলো তরুণদের মাঝে এখন জনপ্রিয়তার তুঙ্গে, বিক্রিও অনেক বেশি , মূল্যও খুব একটা বেশি না তাই অল্প টাকাতে শুরু করে দিতে পারেন এই ধরণের বিজনেস।
তবে এ ক্ষেত্রে একটি ফেইসবুক পেজ আপনার বিক্রি বাড়াতে খুবই গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করতে পারে ।
গুণী
অল্প টাকা দিয়ে এক মালিকানা ব্যবসা করা যায়। নিজের বা পরিবার থেকে কিছূ টাকা নিয়ে বাড়ির পাশে ছোট একটি খামার বানিয়ে হাস-মুরগী পালন করে সফলতা অর্জন করা সম্ভব। এটা এক মালিকানা ব্যবসায়।
গুণী
ধরা যাক তোমার কাছে ২০ হাজার টাকা আছে ,তো আমার মনে হয়, তুমি এই টাকা দিয়ে একটি মোবাইল -এর ব্যবসা করো। প্রথমে তোমাকে একটি পুরানো কম্পিউটার কিনতে হবে ১০ হাজার টাকা দিয়ে,বাকী ১০ হাজার দিয়ে মোবাইল- এর সরঞ্জাম (চার্জার,কাভার,সিমকার্ড,etc )।রিচার্জ করো,গান ডাউনলোড করে।এভাবে চালিয়ে যাও ......
শাকিল আমি প্রতিনিয়ত মন খারাপের স্বর্গে ভেসে বেড়াই ....
গুরু
টাকার পরিমান জানতে পারলে ভালো হতো | এই সময়ে পড়তি বাজারে ভালো কোম্পানির শেয়ার কিনে রাখা যেতে পারে |প্রাথমিক অবস্থায় সেটা ২৫-৩০ হাজার টাকায় শুরু করা যায় | পাশা-পাশি আইপিও তে আবেদন আবেদন করার সুযোগ থাকছে | এছাড়া ও আগে ফোন-ফ্যাক্সের দোকানে মিনিট প্রতি কল বিক্রি করা হতো সেখানে এখন মোবাইল একসেসোরিজ, পুরোনো মোবাইল বিক্রি ও মেরামতের কাজ, বিকাশ সহ নিত্য প্রয়োজনীয় ছোট ছোট পণ্যের ব্যবসা অনেকেই চালাচ্ছে | এরপর মোসুমী ফলের বেচা-কেনা, নিজেদের পুকুর থাকলে সেখানে মাছ চাষ, বাসার ছাদে মুরগির খামার সহ মাশরুম চাষে ও অনেকে সফল |
গুণী
অল্প টাকায় অনেক ব্যবসা করা যায় তবে সেটা নিজের দক্ষতার উপর নির্ভর করবে। প্রথমে ভাবতে অামি যে ব্যবসা করতে চাচ্ছি তার জন্য অামি কতটুকু দক্ষ। যেমনঃ কম্পিউটারে দক্ষ হলে যেকোন একটা স্কুল/কলেজের পাশে কম্পিউটারের দোকান নিয়ে, কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন কাজ, ছবি তুলা, সাথে মোবাইল ব্যাংকিং, ফটোকপি, মোবাইল রিচার্জ ইত্যাদি দিয়ে ব্যবসা শুরু করলে ভাল ব্যবসা করা সম্ভব। এছাড়াও ফার্মাসিস্ট কোর্স করে ড্রাগ লাইসেন্স করে ঔষধের ব্যবসা ও করা যায়, কেননা এখন অনেক কোম্পানি বাকিতে ঔষধ দিয়ে থাকে। যা মাসশেষে পরিশোধের সুযোগ থাকে। সর্বপুরি নিজের দক্ষতার উপর নির্ভর করবে সবকিছু।
Asim sarker প্রথাবিরোধী কবি
বিশারদ
আপনার যদি অল্প টাকা থাকে তবে আপনি একটি কম্পিউটার ও একটি পিন্টার কিনে দোকান খুলতে পারের মাত্র20000 টাকা দিয়ে
গুণী
অল্প টাকায় কুটিরশিল্প ব্যবসা শুরু করা যায়।
মাত্র ২৫০০ টাকা দিয়ে এ ব্যবসা শুরু করা সম্ভব। এবং এই ব্যবসাতে লোকসানের সম্ভাবনা খুব কম। ৫০০০০ টাকার ব্যবসা থাকলেই ব্যাংক এই খাতে লোন সুবাধা দেয়।
এইভাবে অল্প টাকায় খুব দ্রুত উন্নতি করা সম্ভব।
সাধুবাবা ৫.১১ ফুটের এক সাধারন আমি।
জ্ঞানী
জ্ঞানী
আপনি ছাইলে ৫০০০ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন যেমন আপনি ঐ টাকা দিয়ে একটি ছাগল কিনলেন এবং তার পর ছাগলের আয়ু থেকে আপনি একটা গরু কিনলেন এই ভাবে আপনি সফলতা হবেন অল্প টাকায়।।
Md. Rafiqul Alam মুসলিম
গুণী
টুপি আতোর কিনে মসজিদের পাসে পাসে বসতে পারেন।
একটা ব্যান গাড়িতে চায়ের দোকান দিতে পারেন
সবজি বিক্রি করতে পারেন
একটু বেশি টাকা হলে
কিছু কাপোর নিয়ে বসতে পারেন।
কম টাকা এক এক জনেক কাছে ্এক এক রকম
কারো কাছে ১০ লক্ষ কম টাকা
তাহারা ফারমেসি দিতে পারেন, মুদি, গার্মেস ভালো,
গুণী
আমাদের এলাকায় ডাবের দাম ১২-১৫ টাকা আর যেটা অন্যান্য যায়গা যেটা মাত্র ৩২ কিমি দুরে রাজশাহীতে এসে বিক্রি করা হয় ৫০ টাকা আবার কক্সবাজারে বিক্রি করা হয় ৮০ টাকা।।।একটু কস্ট আছে কিন্তু লাভ অনেক।।
জ্ঞানী
অল্প টাকায় অনেক ধরনের ব্যবসায়ই করা যায় যেমন: কলম তৈরি, মুড়ি কিংবা চিড়া প্যাকেট করা, কোন নতুন কোম্পানীর থানা ভিত্তিক কমিশন এজেন্ট নেয়া
অথবা অনলাইন ব্যবসা এক্ষেত্রে কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে পন্য বিক্রি কমিশনের বিনিময়ে
Md.Rashidul Islam আমি ভালোবাসার কাঙাল
গুণী
অল্প টাকা দিয়ে ও ব্যবসা করা যায়। নিজের বা পরিবার থেকে কিছূ টাকা নিয়ে বাড়ির পাশে ছোট একটি খামার বানিয়ে হাস-মুরগী পালন করে সফলতা অর্জন করা সম্ভব। এটা খুব লাভ জনক ব্যবসায়।
গুণী
আমার মতে বেষ্ট হলো পাইকারি সাপ্লিমেন্টারী ব্যাবসা করা। ক্লথ বিজনেস ও হতে পারে। নিজের বাসা কে টেম্পোরারি স্টক রুম হিসেবে ব্যাবহার করে সিজনাল কাপরের পাইকারি অর্ডার নেয়া যায়। এক্ষেত্রে সুবিধা হলো কাউকে বাকী তে কাপড় না দিলে লসের কোন সম্ভাবনা নাই। কারন কাপড় গুলো দিয়ে আপনি দোকান দিচ্ছেন না যে বিক্রি হইলে লাভ নাইলে লাভ নাই।ঢাকা ভিত্তিক বিভিন্ন ফ্যাক্টরি থেকে ডিজাইন নিয়ে আপনার এলাকার দোকান দার দের থেকে অর্ডার নয়ে মাল সাপ্লাই করতে পারেন। এতে একদম অল্প পূজিতেই নিজের একটা অবস্থান দাড় করানো যায়। তবে পরিশ্রম এর বিকল্প নেই আর সবার বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে।
গুণী
অল্প টাকায় কুটিরশিল্পের ব্যাবসা বেশ লাভজনক ও কম ঝুঁকিপূর্ণ।
গুণী
অল্প টাকা দিয়ে ব্যাবসা শুরু করতে পারবেন।
আপনি ছাইলে ৫০০০ হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন যেমন আপনি ঐ টাকা দিয়ে একটি ছাগল কিনলেন এবং তার পর ছাগলের আয়ু থেকে আপনি একটা গরু কিনলেন এই ভাবে আপনি সফলতা হবেন অল্প টাকায়।।
গুণী
অল্প টাকায় অনলাইন বিজনেস খুব ভালো বলে আমি মনে করি।এতে ধৈর্য্য ও একনিষ্ঠতার মাধ্যমে ব্যবসা করা সম্ভব।
মাজেদুল ইসলাম জীবন student
বিশারদ
কম টাকার ব্যবসা বলতে আগে দেখতে হবে আপনার বাজেট কত ??? এবং সেই অনুযায়ী আপনাকে ব্যবসা নির্বাচন করতে হবে . কম টাকার মধ্যে আপনি ফেলিক্সিলোড, ফটোকপি প্রিন্ট , এগুলা করতে পারেন
জ্ঞানী
১৫০ টাকা দিয়ে একটা ডিমোলো মুরগি কিনে তার ডিম বিক্রি করেও ব্যবসা শুরু করা যায়
গুণী
রবিন পথিক নিজেকে খুব ভাল করে চিনি। অন্যকে চিনার বাকী
পন্ডিত
১। বিকাশ ফ্লেক্সিলডের দোকান দিতে পারেন।
২। চা, ফুচকা, ঝালমুডি, ফাস্টফুড আইটেম ইত্যাদি দোকান দিতে পারেন।
৩। কোন স্কুল বা কলেজের সামনে ছোট্ট পরিসরে কম বিনিয়োগে প্রাতিষ্ঠানিক বই ও মনিহারী দোকান দিতে পারেন।
৪। কম্পিউটার এর অফিস পোগ্রাম শিখে বিদ্যালয়, কোর্ট , থানা, রেজেষ্ট্রি অফিসের সামনে কম্পিউটার টাইপিং এর দোকান দিতে পারেন।
৫। কাঁচামালের ব্যবসা করতে পারেন, ৫ হাজার টাকা হলেই যতেষ্ট।
৬। ছোট্ট আকারে কম দামী ভাতের হোটেল দেয়া যায়, যেখানে দুপুরে ভাত আর সকাল সন্ধায় পরোটা রুটি বিক্রি হবে।
গুণী
মুলত একাগ্রতা, নিষ্ঠা , আর লেগে থাকা এগুলোই পারে আপনাকে ব্যাবসায় সফল করতে । হার্ডওয়্যার/সফটওয়ার, মোবাইল এপ্লিকেশন/ওয়েব ডেভেলপমেন্ট, BPO, সিকিউরিটি সল্যুশনস, Manpower, Human Resource, সহ আরও অনেক ক্যাটাগরি আছে যেগুলোতে খুব সহজেই অল্প টাকায় ব্যাবসা শুরু করা যায় । যেমন Meridian International এর প্রতিষ্ঠাতা Md. Tasaddeq হোসাইন যখন ব্যাবসা শুরু করেছিলেন, তখন থেকে আজ এক বিশাল পরিবর্তন এসেছে, ৪ দশক এর বেশি সময় ধরে। যেমনটা প্রথমেই বলেছি একাগ্রতা, নিষ্ঠা , আর লেগে থাকা এগুলোই পারে আপনাকে ব্যাবসায় সফল করতে ।
SALMAN KHAN DIGITAL MARKETER
গুণী
বিভিন্ন ধরনের মাঝারি বেবসা করতে পারেন। যেমন কম্পিউটার জানা থাকলে দোকান দিতে পারেন, এখন দেশের বেসির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান এ ইন্টারনেট নির্ভর। তাই এই লাইনে ভাল টাকা ইনকাম করা যাই।
তাহসিন আহমাদ এই তাহসিননননন
গুণী
টাকার পরিমান জানতে পারলে ভালো আইডিয়া দিতে পারতাম।
তবে কম টাকায় অনেক ব্যবসাই করা যায়, আপনি মোবাইল রিচার্জ এর ব্যবসাটা ট্রাই করতে পারেন, বা অনলাইন শপ চালু করে ব্যবসা করতে পারেন। তাছাড়া মোবাইল এর চার্জার, কভার, ইত্যাদির ব্যবসা করতে পারেন। এগুলায় ভালো প্রফিট আসে
বাংলাদেশে বেবশা করার অনেক শুজগ আসে । আমি আমার বেবশা সুরু করি বিডিস্টল (bdstall.com) এ ।এখানে আমি আমার প্রোডাক্ট এর অ্যাড দাই । সুরু করি photocopier এর বেবশা দেয়া । অনাক লাভ হয় আমার । bdstall কে ধন্নবাদ । এর পর আমি laptop , mobile , camera , tv আর অনাক কিছু বিক্রি করা সুরু করি । এর পর নিজাএ একটা company দেই । আম্র এখন অফিস আসে নিজের । আমার প্রোডাক্ট দেক্তে হলে ভি সি ত করুন ঃ
https://www.bdstall.com/copier
https://www.bdstall.com/copier/toshiba/
https://www.bdstall.com/
মো রনি বিশ্বাস অামি রাসুল সৈনিক
গুণী
গার্মেন্ট্স এর কাছাকাছি একটা টুপি তৈরির দোকান দিয়ে মোটা টাকা কামানো যায়
গুণী
গুণী
অল্প টাকায় চটপটির ব্যাবসা করতে পারেন বেশ লাভজনক ও কম ঝুঁকিপূর্ণ।
গুণী
ওর্য়াল্ড মিশন ২১ লিমিটেড company
তে কাজ করে আমাদের কম্পানি।
রং “ সত্যিকারের জীবন প্রতিযোগিতার জীবন নয়, সত্যিকারের জীবন হচ্ছে সহযোগিতার ”
গুণী
অল্প টাকায় ব্যবসা করতে হলে প্রথমে ক্ষেত্র নির্বাচন করে নিজেকে সেই কাজে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতার পাশাপাশি সঠিক ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুচারু ছক একে নিতে হবে। তবে মেধা ও পরিশ্রমের বিকল্প কিছু নেই। তাই সঠিক পরিকল্পনা, দক্ষতা, মেধা এবং পরিশ্রমের সমন্বয়ে যে কোন কাজেই সফলতা অর্জন করা সম্ভব হবে। কম্পিউটারে দক্ষ হলে যেকোন একটা স্কুল/কলেজের পাশে কম্পিউটারের দোকান নিয়ে, কম্পিউটার কম্পোজ, ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে বিভিন্ন কাজ, ছবি তুলা, সাথে মোবাইল ব্যাংকিং, ফটোকপি, মোবাইল রিচার্জ ইত্যাদি দিয়ে ব্যবসা শুরু করলে ভাল ব্যবসা করা সম্ভব। এছাড়াও ফার্মাসিস্ট কোর্স করে ড্রাগ লাইসেন্স করে ঔষধের ব্যবসা ও করা যায়, কেননা এখন অনেক কোম্পানি বাকিতে ঔষধ দিয়ে থাকে। যা মাসশেষে পরিশোধের সুযোগ থাকে। সর্বপুরি নিজের দক্ষতার উপর নির্ভর করবে সবকিছু।
গুণী
প্রথমে দেশী পরে আস্তে আস্তে দামী কবুতর পালন করা যায়। অথবা খাঁচায় দেশীয় মুরগী পালন করা যায়। যাথেকে অল্প টাকায় ব্যবসা করে লাভবান হওয়া যায়।
গুণী
Sheikh Muzzammil Hussen সামনে এগিয়ে যেতে চাই, তবে পিছন দিক থেকে ঝাঁপিয়ে ধরার মত মানুষেরও অভাব নাই।
জ্ঞানী
পনের - বিশ হাজার টাকা থাকলে কাঁচা মালের ব্যাবসা করতে পারেন। তবে তাতে পরিশ্রম একটু বেশি ।