Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview 'মাদার তেরেসা' কোথায় জন্মগ্রহণ করেন?

*বিসিএসপ্রস্তুতি* *চাকরিরপ্রস্তুতি* *সাধারণজ্ঞান* *বাংলাদেশবিষয়াবলি*
( ৩ টি উত্তর আছে )

( ১,৭৩৭ বার দেখা হয়েছে)

আপন  

বিশারদ

'মাদার তেরেসা' জন্মগ্রহণ করেন আলবেনিয়ায়।

১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন। সেই সঙ্গে মিশনারিজ অফ চ্যারিটির বিকাশ ও উন্নয়নেও অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তাঁর এই মিশনারি কার্যক্রম ছড়িয়ে পড়ে। তাঁর মৃত্যুর পর পোপ দ্বিতীয় জন পল তাঁকে স্বর্গীয় আখ্যা দেন; এবং তিনি কলিকাতার স্বর্গীয়/পবিত্র টেরিজা (Blessed Teresa of Calcutta) নামে পরিচিত হন।


অথবা,