Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয় ?

*বিসিএসপ্রস্তুতি* *চাকরিরপ্রস্তুতি* *সাধারণজ্ঞান* *সাধারণবিজ্ঞান*
( ৪ টি উত্তর আছে )

( ৩,৩২৫ বার দেখা হয়েছে)

Lutfun Nessa  সবই অনিশ্চিত, মরিব এটা নিশ্চিত:(

মহাগুরু

যেকোন বৈদ্যুতিক যন্ত্রের সুইচটা  যখন অন করবেন তখন থেকে অফ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত এর গতি বাড়ান আর কমান বিল উঠতে কোন কম বেশী হবেনা! ধন্যবাদ.....

বাতিঘর  জ্ঞানের আলোয় আলোকিত হবার আকাঙ্খা নিয়ে পথ চলি

বিশারদ

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় ।

ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যেবহার করলে আস্তে বা ফুল স্পিডে যেভাবেই ঘুরান পাওয়ার একই খরচ হয়।

কারন ইলেকট্রিক্যাল রেগুলেটর তৈরি হয় ইন্ডাকটর দ্বারা।

ফ্যান চলার সময় এই রেগুলেটর কমিয়ে দিলে ফ্যানের গতি কমে কিন্তু ইন্ডাক্টর উত্তপ্ত হয়। এই উত্তাপের কারনে বৈদ্যুতিক পাওয়ার খরচ হয়। ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম বা বেশির সাথে রেগুলেটর পাওয়ার লসও যথাক্রমে বেশি ও কম হয় ফলে ফ্যানের গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।

আবার ইলেকট্রনিক রেগুলেটরের বেলায় ভিন্ন। এটি একটি ভেরিয়েবল রেজিস্টর। এটি তৈরি হয় থাইরিস্টর জাতীয়

 ইলেকট্রনিক ডিভাইস দিয়ে। এতে উত্তাপের পরিমাণ অত্যন্ত কম থাকার কারনে রেগুলেটর লসও খুবি নগন্য হয়। ফলে ফ্যানের গতি কমালে পাওয়ার কম খরচ হবে এবং ফ্যানের গতি বাড়ালে পাওয়ার খরচ বাড়বে। তাই ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম হলে বিদ্যুৎ খর কম হয়।   

Aabhi Sarkar  

জ্ঞানী

না । একই থাকবে  । এটা সব কিছু এক  থাকবে

Nazmul islam rony  

গুণী

বাতিগর সঠিক উত্তর টি দিয়েছেন। এমন সব মজার তথ্য এই ওয়েবসাইটে পাবেন। https://blog.voltagelab.com

অথবা বাংলা এন্ড্রয়েড অ্যাপে পাবেনঃ Electrical bangla book pdf


অথবা,