Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview কাঁটা গলানো ইলিশের রেসিপি কি?

*কাঁটাগলানোইলিশ* *ইলিশরেসিপি* *ইলিশ*
( ১ টি উত্তর আছে )

( ৫০৯ বার দেখা হয়েছে)

স্বপ্নবাজ সৌরভ  একটি দিনের একটি বিকেল একটি ছাদের একটি কোণে, একটি কিশোর আকাশটাকে মাখছে গায়ে মাখছে মনে ।

মহাগুরু

উপকরণ

  • ইলিশ মাছ বড় একটি (মাছ আস্ত রেখে উপরের দিকে একটু কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিন)
  • লেবুর রস ১/৪ কাপ
  • ফেটানো টকদই ১/২ কাপ
  • পেঁয়াজের মোটা কুচি ২ কাপ (ইলিশ ছোট হলে কম নেবেন)
  • লবণ স্বাদ অনুযায়ী
  • চিনি এক টেবিল চামচ
  • মরিচের গুঁড়া ২ চা চামচ
  • হলুদ গুঁড়া এক চা চামচ
  • সয়া সস দুই টেবিল চামচ
  • কাঁচামরিচ পাঁচ থেকে ছয়
  • টিসরিষার তেল ১/২ কাপ
  • আদা বাটা এক চা চামচ

প্রণালি-

একটি বড় ছড়ানো কড়াইতে বা হাঁড়িতে ইলিশ মাছ রাখুন। এখন চার/পাঁচ কাপের মতো গরম পানি মাছে দিন, যাতে মাছের সমান পানি হয়। একে একে সব মসলা মাছের হাঁড়িতে দিয়ে দিন। টক দই ভালো করে ফেটে দিন।

-হাঁড়ির ঢাকনা দিন। এক কাপ আটা ও সামান্য পানি নিয়ে খামির বানিয়ে নিন। এই খামির অল্প অল্প করে নিয়ে হাঁড়ির সাথে ঢাকনা লেপে সিল করে দিন, যাতে কোনো ভাপ বাইরে না আসতে পারে। এটা হবে ঠিক কাচ্চি বিরিয়ানির মতো।

-হাঁড়ি চুলোতে দিয়ে কিছু সময় মাঝারি আঁচে রাখুন। চার/পাঁচ মিনিট পর আঁচ একদম কমিয়ে দিন। এই অবস্থায় সাত থেকে আট ঘণ্টা রাখুন। মাঝে দেখারও দরকার হবে না।

-সাত থেকে আট ঘণ্টা পর চুলা বন্ধ করে ২০ মিনিট অপেক্ষা করুন। এখন ঢাকনা খুলে মাছ খুবই সাবধানে (নরম থাকবে মাছ) হাঁড়ি থেকে তুলে সার্ভিং ডিশে রাখুন। এখন চুলাতে আবার হাঁড়ি দিয়ে মাছের ঝোল ঘন করুন। গ্রেভি মাছের ওপর দিয়ে গরম গরম পরিবেশন করুন

সংগ্রহ : প্রিয় লাইফ (https://www.priyo.com/articles/hilsha-without-bone-recipe-201804061210/)


অথবা,