Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

asifworld  

গুণী

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ,আমি নিজে হস্টি সেল করি।সহজ ভাবে বলতে গেলে, শেয়ার শব্দটার মানে হচ্ছে ভাগ করে নেওয়া, শেয়াঢ হোস্টি মানে, যে হোস্টি অনেকে ভাগ করে ব্যববহার করে সেটা, অার ডেডিকেটেড হস্ট হছ্ছে আপনি একক ভাবে যেটা ইউজ করবেন সেটা।

IT Nut Hosting BD  https://www.itnuthosting.com.bd/

জ্ঞানী

  • শেয়ারড হোস্টিং (Shared Hositng):  শেয়ারড হোস্টিং মানেই হচ্ছে এক পিসিতে একটা হার্ড ডিস্ক থাকবে সেই হার্ড ডিস্ক এর সব স্পেস শেয়ার করা হয় অনেকে হোস্টিং ইউজারদের মধ্যে।
  • ডেডিকেটেড হোস্টিং/ সার্ভার (Dedicated Hosting/Server): সহজ ভাষায় বললে যখন একটা কম্পিউটার পুরটাই একটা সার্ভার হিসাবে ব্যবহার করা হয় তখন এটাকে বলে ডেডিকেটেড সার্ভার। আর এই ডেডিকেটেড সার্ভার এর হোস্টিং কে আমরা বলি ডেডিকেটেড হোস্টিং । ডেডিকেটেড সার্ভার অনেক ব্যয়বহুল। যাদের ওয়েবসাইট অনেক বড় এবং বেশি নিরাপত্তার প্রয়োজন হয় তাদের এই হোস্টিং করা ভালো।

আপনি চাইলে আমদের হোস্টিং প্যাকেজ প্লান গুলো দেখতে পারেন। আমরা সবার কথা মাথায় রেখে সঠিক মূল্য অনুযায়ী আমাদের  হোস্টিং প্যাকেজ গুলো সাজিয়েছি। এছাড়া রিনিউ করার সময় আমাদের কোন অতিরিক্ত অথবা হিডেন চার্জ  নেই। ধন্যবাদ...


অথবা,