Preview
প্রশ্ন করুন
রিলেটেড কিছু বিষয়

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

Preview চিকেন টেংরি কাবাব তৈরির সহজ রেসিপি কি?

*চিকেনটেংরিকাবাব* *কাবাব* *রেসিপি*
( ১ টি উত্তর আছে )

( ৪২২ বার দেখা হয়েছে)

স্বপ্নবাজ সৌরভ  একটি দিনের একটি বিকেল একটি ছাদের একটি কোণে, একটি কিশোর আকাশটাকে মাখছে গায়ে মাখছে মনে ।

মহাগুরু

চিকেন টেংরি কাবাব :

উপকরণ:

চিকেন লেগ ৪ টি, কাবাব মশলা ১ টেবিল চামচের একটু কম, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, নারিকেল বাটা ১ চা চামচ, কাজু বাদাম বাটা ১ চা চামচ, গুড়া মরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, লেবুর রস ২ চা চামচ, টক দই ৩ টেবিল চামচ, তেল পরিমাণ মতো, কমলা ফুড কালার সামান্য, কাঠ কয়লা এক টুকরা।

প্রণালি:

চিকেন লেগপিসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একে একে আদা রসুন বাটা, লবণ, মরিচের গুড়া, কাবাব মশলা গুড়া, টক দই, নারিকেল বাটা, বাদাম বাটা, লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ৩ থেকে ৪ ঘণ্টার জন্য মেরিনেট করতে হবে। এবার ননস্টিক প্যানে পরিমাণমতো তেল গরম করে চিকেন লেগপিস মশলাসহ দিয়ে হালকা আঁচে ঢেকে ভাজতে হবে। মাংস ভালোমতো সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে চুলা বন্ধ করে দিতে হবে।

এরপর কয়লার টুকরা টিকে গ্যাসের চুলার ওপর দিয়ে কিছুক্ষণ পুড়িয়ে নিতে হবে। কয়লা পুরে লাল লাল হয়ে এলে চিকেনের পাতিলের ভেতর এক টুকরা ফয়েল দিয়ে তার ওপর জলন্ত কয়লা আর একটু তেল কয়লার ওপর দিয়ে ঢাকনা বন্ধ করে দিতে হবে। ১০/১৫ মিনিট পর ঢাকনা খুলে কয়লা ও ফয়েল ফেলে দিতে হবে। কয়লার জন্য সুন্দর একটা বার বি কিউ ফ্লেভার আসবে।

সূত্র : ইন্টারনেট


অথবা,