Preview
প্রশ্ন করুন

বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়।

কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

...বিস্তারিত

জান্নাতুল ফিরদৌস  মানসিক বয়স আনুমানিক ৭০ এর কাছাকাছি | পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান মানুষদের একজন |

মহাগুরু

আসলে ব্লাড গ্রুপ যদি একইরকম তাহলে সন্তানের উপর কোনো ঝুকি নেই কিন্তু যদি এরকম হয় মায়ের নেগেটিভ কিন্তু বাবার পসিটিভ তাহলে ঝুকি থাকে ! বিষয়টাকে ব্যাখা করছি যদি এরকম হয় মায়ের যেকোনো মানের পসিটিভ ( এ+,বি+, এবি+,ও+) আর বাবার পসিটিভ অথবা নেগেটিভ যেকোনো ধরনের হয়ে থাকে তাহলে সন্তানের উপর কোনো ঝুকি নেই ! কিন্তু যদি এরকম হয় মায়ের নেগেটিভ (এ-,বি-,এবি-,ও-) আর বাবার ও নেগেটিভ তাহলেও কোনো ঝুকি নেই ! কিন্তু যদি এইক্ষেত্রে মায়ের যেকোনো ধরনের নেগেটিভ কিন্তু বাবার এর পরিবর্তে যেকোনো ধরনের পসিটিভ হয় (এ+,বি+,এবি+ও+) তাহলে সন্তান ধরণের ক্ষেত্রে ঝুকি থাকে এবং তার পরিমান শতকরা ১৬% এর মত ! আর এর ফলে থালাসেমিয়া সহ সন্তানেরা বিভিন্ন শারীরিক কিংবা মানুষিক দিক থেকে বাধাগ্রস্থ হতে পারে ! আশা করি বিষয়টা বুঝতে পেরেছি ধন্যবাদ I

বাংলার বেদুঈন  মানুষের অফুরন্ত সম্ভাবনায় বিশ্বাস হারাতে নেই

মহাগুরু

স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে সমস্যা হতে পারে তবে তা নিশ্চিত করে বলা যায় না।। কিন্তু যদি তাদের রক্ত বিপরীত গ্রুপের হয় তাতে সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। ব্যাপারটা একটু খুলে বললে সবার বুঝতে সুবিধা হবে। মনে করি কোন একজন ব্যাক্তির রক্তের গ্রুপ পজেটিভ কিন্তু তার স্ত্রীর নেগেটিভ তাহলে সমস্যা নেই। কিন্তু দুজন যদি একই ধরনের মানে পজিটিভ বা নেগেটিভ রক্তের অধিকারী হন তবে কোন সমস্যা হতে পারে। মায়ের রক্ত নেগেটিভ গ্রুপের হয় কিন্তু যদি তার সন্তানের গ্রুপ পজিটিভ হয় তাহলে অনেক সময় সমস্যাযুক্ত সন্তান হতে পারে। আবার স্বামী এবং স্ত্রী যদি একই গ্রুপের রক্তের অধিকারী হন তবে বাচ্চার সমস্যা হতে পারে। বাচ্চা অনেক সময় জন্ডিস, থ্যালাস্মিয়া রোগ নিয়ে জন্মগ্রহন করতে পারে। আসলে এখানে RH Factor নামে একটি বিষয় কাজ করে। এটার পূর্ণ নাম হচ্ছে "Rhesus factor" যাকে সংক্ষেপে RH Factor বলা হয়। এই RH Factor দুই ধরনের হয় পজেটিভ এবং নেগেটিভ। স্বামী ও স্ত্রীর মাঝে এই ফ্যাক্টর থাকলে প্রথম বাচ্চার ক্ষেত্রে সমস্যা হয় না কিন্তু ২য় বাচ্চার ক্ষেত্রে তার ক্ষতিকর প্রভাব ফেলে তবে আশার কথা হচ্ছে এই ব্যাপারটি আগে থেকে জানা থাকলে মায়ের কিছু চিকিৎসা করালে সুস্থ সন্তান পাওয়া সম্ভব। RH গ্রুপ থাকলে বাচ্চা HEMOLYTIC DISEASE নিয়ে জন্মগ্রহন করতে পারে।

রাতুল  অদৃশ্য এবং একঘেয়ে! কি বুঝলেন?

জ্ঞানী

বাবা ও মা এর blood group যদি যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ হয় তাহলে ওই দম্পতির দ্বিতীয় সন্তান এর মৃত্যু হওয়ার কথা...... কিন্তু এর বাতিক্রম ও অনেক হয়। তবে প্রথম জন নিরাপদ ।

সরকার মোমেনূর রহমান  ভালোবাসাকে ভালোবাসি

মহাগুরু

বেশির ভাগ ক্ষেত্রেই শারিরীক অথবা মানসিক যে কোন সমস্যা হবার সম্ভাবনা থাকে !!

মো. নজরুল ইসলাম, প্রকাশক, সৃষ্টি প্রকাশনী  দেশ ও মনুষের কল্যাণে: https://www.facebook.com/SristyProkashony

পন্ডিত

সন্তানের সুস্ততার জন্য স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ এক হওয়া জরুরি http://www.librarybd.com

Md. Zabarul Islam  

গুণী

বাস্তবে এ কথার কোন ভিত্তি নাই। বর্তমান সায়েন্স বলছে-সমগোত্রীয় blood group কোন সমস্যা নয় বরং অনাগত সন্তান তার পিতা-মাতার সমবৈশিষ্ট্যের অধিকারী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী। সুতারাং সমগোত্রীয় blood group এর স্বামী-স্ত্রী কে অনুভব করতে কোন ধরনের সন্তান তারা চান।


অথবা,