বেশতো সাইট টিতে কোনো কন্টেন্ট-এর জন্য বেশতো কর্তৃপক্ষ দায়ী নয়। কনটেন্ট -এর পুরো দায় যে ব্যক্তি কন্টেন্ট লিখেছে তার।

গ্যাঞ্জাম

ভেবেছিলাম *বর্ষাকাল* শেষ হলে *বিছানাকান্দি* যেয়ে *আষাঢ়েগল্প* শুনবো আর *খিচুড়ি* খাব কিন্তু হায়রে কপাল আপুর *শখেরবাগান* *বৃষ্টি*র কারণে নষ্ট হলে বাসার *পরিস্থিতি**গরম* হয়ে উঠে তাই *গ্যাঞ্জাম* থেকে বাঁচতে *টঙের-দোকান* বসে আছি.....

কাজ কাম নাই তো তাই এমন করবেই,স্বাভাবিক!!!!!

*গ্যাঞ্জাম* আমার একদমই ভালো লাগে না l তবে আমার মনে হয় *গ্যাঞ্জাম* দুই রকমের যেমন :- ১ নং ..বাসায় *গ্যাঞ্জাম* ২ নং ..রোড এর *গ্যাঞ্জাম*.. রোড এর *গ্যাঞ্জাম* থেকে বাসার *গ্যাঞ্জাম* টা মোটেও মেনে নিতে পারি না l

দুই বন্ধু গেল বিয়ের দাওয়াত খেতে।অনেকক্ষণ হয়ে গেলো তারপরও খাবারের কোন নামনিশানা না দেখে একজনের মাথায় দুষ্টুবুদ্ধি চাপল। সে মেয়েদের বসার জায়গার পাশাপাশি গিয়ে চিল্লিয়ে বলল,আর বলিসনা দোস্ত,এই ব্যাটার আগের বিয়েতেও এইভাবে ভাত দিতে দেরি করেছিল। গ্যাঞ্জাম লাগানোর মত ডাহা একখান মিথ্যা বলে দুজনেই সটকে পড়ল। এদিকে মেয়েদের মধ্যে গুঞ্জন উঠে গেল যে এটি বরের ২য় বিয়ে,কেউ বলছে ৩য় বিয়ে।ঐ মহিলারা শেষপর্যন্ত কতনং-এ গিয়ে ঠেকেছে কে জানে?

*আমিচাই* *হঠাৎ* একদিন *ঘুম* ভেঙ্গে দেখবো, আমি *ল্যাপটপ* এ *থ্রিজি* কানেকশন নিয়ে টিভি দেখছি। সেখানে দেখাচ্ছে *যানজট* এর *গ্যাঞ্জাম* আর *জনভোগান্তি*, ইচ্ছে করে মেয়র কে *চিরকুট* লিখি। কিন্তু *ব্যাচেলরলাইফ* এর *অবসাদদূর* করে আর লিখা হয় না। *ধন্যবাদ*(গ্যাংনাম)

*আমিচাই* *ঘুম* থেকে উঠে *হঠাৎ* মোবাইলের কোনায় *থ্রীজি* লেখা দেখতে। এমনিতেই *ব্যাচেলরলাইফ* চাকরী শেষে, বাড়ি ফিরেই *ল্যাপটপ* টা চার্জে দিয়ে দু পা দুলিয়ে সূয়ে একটু *অবসাদদূর* করি। এমন সময় *চিরকুট* নিয়ে *গ্যাঞ্জাম* করে *জনভোগান্তি* ? কি দরকার? *ধন্যবাদ*

"হাসির ভেদ" - জায়গার অপ্রতুলতার কারনে লেখাটি বেশতো তে দিতে পারিনি।(ঘোলাটেদেখি)(মনখারাপ)লিংকটা দিলাম, https://www.facebook.com/babloness

কোন কিছু নিয়েই *গ্যাঞ্জাম* করতে ভাল লাগেনা। সময় কই? করতে ভাল লাগে এমন কতো কাজ আছে! গ্যাঞ্জাম না করে বরং আমি কিছু ক্ষতি স্বীকার করে হলেও জায়গা ত্যাগ করি! তারপরও, যখন গায়ের উপর এসে পড়ে,তখন বাধ্য হয়ে করতেই হয় এবং করতে হলো বলে মেজাজ খারাপ থাকে অনেকক্ষন..(রাগী)(রাগী)(রাগী)

*কাচাবাজার* আমার কাছে একটা *গ্যাঞ্জাম* এর জায়গা (ব্যাপকটেনশনেআসি)

আজকের নির্বাচিত স্টারড ওয়ার্ডসমূহ (কিমজা) (কিমজা) *হঠাৎ*, *ল্যাপটপ*, *ব্যাচেলরলাইফ*, *জনভোগান্তি*, *ধন্যবাদ*, *চিরকুট*, *ঘুম* এবং *গ্যাঞ্জাম*

বেশতো বিজ্ঞাপন